কার দখলে যাবে কলকাতা পৌরসভা? আমজনতার ভোট কোন দিকে? দেখে নিন একঝলকে ছোট লাল বাড়ি দখলের লড়াইয়ের খণ্ড চিত্র 'জনতার কথার' ক্যামেরায়
বৃহস্পতিবার দিনভর ভর মুষল ধারায় বৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। যার জেরে কার্যত সব জায়গাতেই কম-বেশি জল দাঁড়িয়েছে। শহর কলকাতাও ছিল কার্যত জলের তলায়। কোথাও এক হাঁটু জল, কোথাও এক বুক। হাওড়া স্টেশনের রেল ট্র্যাক এখনও জলের তলায়। একই পরিস্থিতি ছিল অন্যান্য স্টেশনেরও। বহু মানুষের ঘরে ঢুকে পড়েছে জল। শনিবারও পরিস্থিতির পরিবর্তন হয়নি। দেখুন সেরকমই জলযন্ত্রণার খণ্ডচিত্র।
“ডিজিটাল মাধ্যম” পড়াশোনা, গান শোনা সহ দৈনন্দিন কাজ যে ভাবে মানব সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসেছে, বই পড়াটা যেন আজ এক বিলাসিতা । পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের যৌথ উদ্দ্যোগ যেন সেই নেশাটাকে জাগিয়ে তোলার জন্য এক আভুতপূর্ব প্রয়াস নিলো । নিগমের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের বিশেষ উপহার শিশু এবং প্রাপ্তবয়স্ক জন্য উত্সর্গীকৃত “ইয়ং কলকাতা বোট লাইব্রেরি” এটি একটি ভাসমান লাইব্রেরি। জলে নৌকা বিহার করতে করতে বই পড়ার আনন্দ।