এতদিন আমরা শাক, সব্জী, চাল, গম, ফল, পোলট্রি মুরগী, ছাগল গরু এইসবের চাষ শুনেছি। কিন্তু এই পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে শুধু বিষধর সাপের চাষ হয়। যে সমস্ত সাপের নাম শুনলে আম জনতার হৃদকম্পন শুরু হয়ে যায়, সেই সাপের নাকি আবার পালন করা হয় ব্যাবসায়ীক কাজে!