“ডিজিটাল মাধ্যম” পড়াশোনা, গান শোনা সহ দৈনন্দিন কাজ যে ভাবে মানব সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসেছে, বই পড়াটা যেন আজ এক বিলাসিতা । পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের যৌথ উদ্দ্যোগ যেন সেই নেশাটাকে জাগিয়ে তোলার জন্য এক আভুতপূর্ব প্রয়াস নিলো । নিগমের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের বিশেষ উপহার শিশু এবং প্রাপ্তবয়স্ক জন্য উত্সর্গীকৃত “ইয়ং কলকাতা বোট লাইব্রেরি” এটি একটি ভাসমান লাইব্রেরি। জলে নৌকা বিহার করতে করতে বই পড়ার আনন্দ।