জীবন যুদ্ধে হেরে গিয়ে যদি, নিজেকে হারিয়ে ফেল,
হারিয়েছো কি তুমি? পেয়েছো বেশি,
মনকে এটাই বলো, কখনও কি তুমি দেখেছো ভেবে!
যা কিছু তোমার গেছে, তার থেকে তুমি পেয়েছো বেশি,
এই পৃথিবীর কাছে, কি নিয়ে এসেছো?
কি তোমার গেছে, এটাই যদি ভাবো!
উঠবে কি করে, বাড়বে কি করে?
জীবন যুদ্ধে ভাগো, সব ভুলে গিয়ে,
আবার তুমি নতুন করে ভাবো, নুতন পৃথিবী ডাকছে তোমায়।
এবার তুমি জাগো, ভয়টা কিসের?
কিসের দুঃখ, কিসের শোক?
দুই দিনের তুমি পৃথিবীর মাঝে, ভুলে যাও সব দুর্ভোগ।
এসেছো যখন ধরনীর মাঝে, রেখে যাও কিছু দাগ।
পৃথিবী তোমায় করবে মনে, এমন কিছু কর্ম থাক।।
কবি প্রদীপ্ত সরকার
আরও পড়ুনঃ রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়, শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর, জখম ছাত্র-অধ্যাপক
- More Stories On :
- Life Sense
- Poem
- Philosophy of Life
- Literature
- Feature