হরিপদ গুগল করছে।
বৃষ্টি। কাজেই নো মোমবাতি। ব্যানার। কালার কোড সাদা কালো।
ছেলেটার নাম লিখবে লাল দিয়ে।
মেসেজ চলে গেলো রাজ্য থেকে জেলা ব্লক নেতৃত্ব হয়ে প্রিন্টারের কাছে।
নিভিয়ার অল ইন ওয়ান চারকোল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে দলবদলু। টিভি শো আছে।
মৃত্যুর ফেভারেবল লিঙ্ক খুঁজছে সাংবিধানিক ব্যক্তিত্ব.. দল। নতুন রেসিপি দিতে হবে মানুষের কাছে।
'কি বলবেন। কি বলবেন।'
ফুটেজ নিয়ে ঝোলা ভরছে চতুর্থ স্তম্ভ। মামা বাবার টা পেয়েছে। মায়ের কান্নার ফুটেজ নিতে বগুলা ছুটছে কেউ।
কেউ এক্সক্লুসিভ লিখে চালিয়ে দিয়েছে। শালা এত কম্পিটিশন। গাড়ী ঘুরিয়ে শশ্মান।
কেউ আগের মেট্রো ধরে বেরিয়েছে অফিস থেকে। চারটি মুড়ি আলুভাজা সাঁটিয়ে বসবে নিউজের ওয়েব সিরিজে।
সে কি! সি সি টিভি কি বলছে। ছিলো না!
কি বললেন?
মুক্ত বিশ্ববিদ্যালয়?
এখানে ক্যামেরা থাকতে নেই।
আরে গর্ধব। জেলা সভাপতি হয়ে ছেলেটার নামটাও ভুল বললে। বাইট এডিট করতে বলো শিগগির।
স্বপ্নদীপ কুন্ডু অসহায় প্রথম বৃত্ত আকস্মিকতায় স্তব্ধ।
কাঁদছে দ্বিতীয় বৃত্ত।
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে স্কুলের বন্ধু। বই। খাতা। স্বপ্ন !!
তরঙ্গের মত পরের দূরদর্শী বৃত্তেরা ঘটনার ফায়দা নিতে তৎপর।
যার গেলো তার গেলো।
তবু বলতে নেই সে কথা।বলতে হয় পাশে আছি।
সত্যি তো।
যে পাশের বাড়ির মেয়েটা চা করে এনে দিলো। যে বন্ধুর বউ.. স্বজন..আপ্রাণ চেষ্টা করছে ওদের একটু কিছু খাইয়ে দেওয়ার ..
তাৎক্ষণিক এই ফার্স্ট এড নিয়ে বাড়ির দরজায় গুচ্ছের চটি জুতোর সঙ্গে সামিল হওয়াই তো পাশে থাকা।
ফোন।
'হরিদা মনে আছে তো। কাল বাদ পরশু। রবিবার সন্ধ্যে সাতটায় সৃজনী হলে।
শোকসভা।'
হরিপদর হাতে রিমোট।
চোখের সামনে সেই
এআই .. চ্যাট জিপিটি লোকগুলো। মগে চা খাচ্ছে।
ইতিহাস বলছে। কার আমলে কত মৃত্যু।
কোট করছে
"Ragging is a social menace with roots in a society where inhuman feeling are widespread."
ডেটা দিচ্ছে।
মিউট করে অন্য ঘরে এলো হরিপদ। মেয়ে বই পত্তর ঘাঁটছে।
নার্সিং পড়তে যাবে সেপ্টেম্বরে।
'ওসব হস্টেল পিজি তে কাজ নেই বাবা।
বাড়ি থেকে কিছু করা যায় না!'
এক বুক আশঙ্কা নিয়ে বললে হরিপদর বউ।
বড় করে শ্বাস নিলো হরিপদ।
মা মেয়ের দিকে অপলক তাকালো।
সেই চিরকালীন মধ্যবিত্ত অসহায়ত্বের মধ্যেই দৃঢ়তা খুঁজে ফেরা।
'এও লড়াইয়ের অঙ্গ। ভাবের ঘরে চুরি করে সন্ত্রস্ত হলে ক্ষমা করবে না জীবন।
কমিশন বসবে। আলোচনা.. পর্যালোচনা চলবে।
ক্রমে ফিকে হবে।
অপ্রিয় সত্যিটা এটাই.. হেরে গেলো স্বপ্নদীপ ..
ওর বাবা মা!
লড়ে বাঁচতে হবে।
হ্যাঁ একাই !!'
আরও পড়ুনঃ সেক্টর ফাইভ-এ রোড ডাইভারসন, মেট্রোরেলের কাজের জন্য নয়া ঘোষণা
আরও পড়ুনঃ ইতিহাসের বারান্দায় অনাস্থা প্রস্তাব
- More Stories On :
- Haripada
- Satire
- Current Situations
- Swapnadip Kundu,