হরিপদ গবেষণা করেনা। রিসার্চ পেপার পাবলিশ করিবার ওয়েবসাইট খোঁজে না।
অথচ প্রতিনিয়ত ইহাদের গবেষণা চলিতেই থাকে।
হরিপদ আদার ব্যাপারী। জাহাজ লইয়া তোমার কি দরকার বাপু!
চন্দ্রযান অপেক্ষা নিজের জান লইয়াই ভাবিত হওয়ার কথা !
বিশ্বে কেবল আমেরিকা রাশিয়া চীন ভারত। চাঁদে মাত্র চারজন।
ভাবিবে না !
লুনা পঁচিশ কে পিছনে ফেলিয়া চন্দ্রযান তিন কে আগে নামাইতে হইবে চাঁদে!
গুলি মারো মূল্যবোধ!!
বোধহীন সত্য। নাকি বোধাতীত সত্য।
কাহাকে ফলো করিবে হরিপদ!
কান বন্ধ করিয়া থাকিতে পারেনা।
ফেসবুক সাজেশন চোখ বুজিয়া ইগনোর করিতে পারে কি !
যার যেরকম সঙ্গ। তেমন ফিড। টানিয়া লইয়া যাইবে সেই দিকে।
বউ এর আফসোস 'অমুকের আবার মিস ক্যারেজ হইয়াছে ! কত গাছে-গাছে ইঁট বাঁধিয়া ..ঘন্টা ঝুলাইয়া দশ বছর পর কনসিভ করিয়াছিল...আবার লড়াই।
ঘন ঘন মেসেজ আসিতেছে ফোনে। তিনদিনের লাগাতার স্বাধীনতা দিবস।
নাও উড়াও পতাকা।
সম্পর্কের ন্যায় সবই প্রায়
সিন্থেটিক।
কেবল ফুটপাথে হকার তারস্বরে গলা ফাটাইতেছে তিনশ টাকায় জোড়া শার্ট।
হান্ড্রেড পারসেন্ট কটন!!
না। কটনের পতাকা মিলিল না বাজারে। ডিমান্ড নাই। অর্ডার দিলে ডেলিভারি করিবে। দাম পাঁচগুণ।
সব দোকানেই সিন্থেটিক উড়িতেছে.. ঝুলিতেছে..পত পত করিয়া।
সমুদ্রের ঢেউ। কত কি ভাসাইয়া লইয়া আসে। বীচে রাখিয়া ফিরিয়া যায়।
আবার আসে। ফিরাইয়া লইয়া যায়। রাখিয়া যায় নতুন কিছু।
ননস্টিক বাসনপত্র এখন ননএসেনশিয়াল। ননসেন্স কমোডিটি!
লোহার কড়াই .. এনামেলের বাসন ফিরিতেছে।
প্লাস্টিক হইতে কাগজ.. সুপারি গাছের ছাল হইতে আখের ছিবড়ে। মাটির পাত্রে ফিরিয়াছে বিজনেস ক্লাস ভোজবাড়ীর ভোজের টেবিল।
কাঁসার বনেদিয়ানা পালিশ কমিতেছে আবার।
ইকনমি ক্লাসের হিরোগিরি ঘোলাটে মেলামাইনের ওপর কলাপাতা.. কিন্তু কলাপাতা নহে..প্লাস্টিকের আস্তরণে কাগজ।
প্রেমহীন লিভ ইন।
ওদিকে সমুদ্র ..এদিকে বাজার।
যাহা বলিবেন কত্তা। তাহাই মানিবে উল্লুর দল।
'শুধু কথা' বলিবার জো নাই। কম্বো প্যাক কাকু! নেট ভরিতেই হইবে।
অস্ফুট গালাগাল দিয়া রিচার্জ হরিপদর। বিপ্লবের সুযোগও দিবে যে ওই নেট ই।
জিও যাঁতা কল! যুগ যুগ জিও!
মায়েরও প্রথম পছন্দ 'উনি'। কালীঘাটের মন্দির নবরূপে সাজাইবেন আম্বানি।
সম্প্রতি ফুর্তি করিয়া আসিলেন কয়েক হাজার ওষুধ কোম্পানির লোকজন। ডাক্তার বাবু। পাটায়া..ব্যাংকক.. থাইল্যান্ড।
হরিপদ হাই এম আর পি প্রিন্টের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় লইয়া দোয়া করিলেন মাল্টি ন্যাশনাল দোকানীকে!
সম্প্রতি কেরালায় সমাধির ওপর কিউ আর কোড !! কেনো।
কিউ আর কোডের বোর্ড এখানে কেনো।
হরিপদর মনে হইল..কি জানি..কোনো গরিব স্ত্রীর একমাত্র রোজগেরে স্বামীর সমাধি হইবে হয়তো! অর্থ সাহায্য চাহিতেছে।
হরিপদ মোটামুটি লো রেঞ্জের দয়ালু। ছোটখাটো দান করিয়া থাকে।
কিউ আর কোডের উপর মোবাইলের ক্যামেরা রাখিতেই ... খুলিয়া গেলো ওয়েবসাইট। হাসিমুখে ভাসিয়া উঠিল ছাব্বিশ বছরের এক
যুবক। ডিজিটাল দুনিয়ার আধুনিক প্রজন্ম। তাহার ছোট্ট অথচ মূল্যবান জীবনপঞ্জী।
অকাল মৃত্যুতে বোনের শ্রদ্ধাঞ্জলি।
বাঃ বেশ তো! চমৎকৃত হইল হরিপদ। ইহাই তো প্রগতি।
আচ্ছা এমন যদি গান্ধীজী নেতাজীর হইত!
সাভারকর কিংবা লেনিনের !
হিটলার কিংবা আকবরের ! গডসে কিংবা গড জেশাসের!
এক লহমায় মানুষ পরিচিত হইত।
'না।
নানান মতের নানান কিউ আর কোডের ভীড়ে সমাধি ই ঢাকা পড়িয়া যাইত!' হো হো করিয়া হাসিয়া উঠিল গিন্নি।
হরিপদ বিভ্রান্ত।
হইতে পারে। হয়ও তো!পুরীতে কিংবা হরিদ্বারে। ব্যারাকপুরে কিংবা দুর্গাপুরে।
দাদা বৌদির একাধিক দোকান.. আউটলেটে র মত।
কে যে আসল কে যে নকল.. নাকি দুজনেই নকল কে জানে !!
হরিপদর গুন গুন ...
সমস্ত হরিপদর হৃদয়ে মুখরিত হোক....
সেই পুলক ব্যানার্জী, নচিকেতা ঘোষ..
হেমন্ত মুখার্জির কালজয়ী
আফসোস..
"খিড়কি থেকে সিংহ দুয়ার
এই তোমাদের পৃথিবী...
তোমরা পায়রা ওড়াও..
বাজী পোড়াও...
তোমাদের কোনটা আসল কোনটা নকল
কোনটা শুধুই জবরদখল
তোমরা নিজেই জানো না!!
- More Stories On :
- Haripada
- Satire
- Current Situations
- Chandrayan
- Song
- Hemanta Mukherjee