" ও' মানা শিগগির আয় , তোর অমন সুন্দর ফুলটা দ্যাখ কে নিয়ে পালিয়েছে!"
-- আধো ঘুমে দিদিমার আর্তস্বর কানের ভিতর দিয়া মরমে পশিতে সময় লাগলো সেকেন্ড কয়েক, তার পরেই চিলচিৎকার করে খাট থেকে লাফিয়ে নেমে ছুটলো রূপা--- উঠোনের নতুন গোলাপগাছটায় প্রথম কুঁড়ি পাপড়ি মেলেছে আগের দিনই... ওটা রূপার একান্ত নিজস্ব সম্পত্তি ... ক'মাস ধরে জল দিয়ে গোড়া খুঁড়ে পোকা ছাড়িয়ে বড় করেছে গাছটাকে ... প্রথম ফুল ফোটার বিস্ময়ে - পুলকে-গর্বে কাল থেকে যেন মাটিতে পা-ই পড়ছিল না রূপার ... কি রং , কি সুন্দর , কি বড় গোলাপটা ... ঘুরতে ফিরতে, পড়ার ফাঁকে, কাজের মাঝে একবার করে এসে প্রাণভরে দেখে যাচ্ছিল ফুলটাকে । কে নিল সেই ফুল !
রাগে দুঃখে মাথায় কিছু আসছিল না। দুটো করে সিঁড়ি লাফাতে লাফাতে একতলায় নেমে এসে উঠোনে ঝাঁপিয়ে পড়তেই চক্ষুস্থির --- ঐ তো সবুজ পাতার ফাঁকে নয়নভোলানো হাসি হাসছে টকটকে লাল গোলাপটা ! হতভম্ব রূপা ছোট্ট ফ্রকের পিছনের বোতামটা লাগাতে লাগাতে এ'দিক ও'দিক তাকাতেই চোখে পড়লো দিদিমার একগাল হাসি --- " এপ্রিল ফুল !"
রূপার মতো এমন পিলেচমকানো এপ্রিল ফুলের স্মৃতি আমার ছোটবেলায় অবশ্য নেই । ঠকে যাওয়া ছিল মূলতঃ স্কুলেই সীমাবদ্ধ --- ' অমুক ডাকছে ' শুনে তার কাছে গিয়ে বেকুব বনে যাওয়া ; তমুক চিঠি পাঠিয়েছে জেনে খাম খুলে সাদা কাগজ বা 'এপ্রিল ফুল ' বাণী পাওয়া ; লজেন্স উপহার পেয়ে চকমকে মোড়কে ঢিল প্রাপ্তি ; বড়জোর রাস্তায় সাইকেল চালানোর সময় হঠাৎ " চেন পড়ে গেছে, চেন পড়ে গেছে " শুনে থতমত খেয়ে নেমে পড়ে হো হো হাসি-সহ 'এপ্রিল ফুল ' শোনা ।
এপ্রিল ফুলের মিঠে-কড়া কিস্সা আমাদের ছোটবেলায় বিলিতি গল্পবই আর পত্রপত্রিকাতেই সুলভ ছিল বেশী। পঞ্চম না ষষ্ঠশ্রেণীর পারিজাত রিডার-এও ছিল মজাদার এক ছোটগল্প --- কী ভাবে উপহার হিসেবে আসা রঙীন কাগজে মোড়া পিচবোর্ডের বাক্স তুমুল উৎসাহের সাথে খুলে পাওয়া গেল শুধু কপির পাতা ! তবে এমনতরো কড়া কৌতুক ই-কমার্স বা ক্যুরিয়ার কোম্পানীগুলি আজকাল হামেশাই করে থাকে আমাদের সাথে --- সেলফোন অর্ডার করে খালি প্লাস্টিকের খাপ মেলা , দামী সুগন্ধী বা প্রসাধনীর জায়গায় প্যাকেটবন্দী ইঁট বা পাথরের টুকরো আবিষ্কার --- এ' জাতীয় তামাশার শিকার হয়েছেন অনেকেই , শুধু 'এপ্রিল ফুল '-টা লেখা ছিল না, এই যা !
আসলে তো পয়লা এপ্রিল এক তুমুল প্র্যাকটিকাল জোক বর্ষণ, বা মুরগী করার দিন, যার উপভোক্তা আমার মতো বোকারা। বারবার বেকুব বনে গিয়েও তাই মনে হরষ --- বছরে এই একটা দিন তো দাগানো আছে আমাদের মতো বাস্তববুদ্ধিহীণ বেহিসেবী আহাম্মকদের জন্যে ! এই আমরা, যারা বারবার ঠকেও এখনো বিশ্বাস রাখি মানুষের শুভবুদ্ধিতে, ছোটবড় নানা কর্তৃপক্ষের হরেক কিসিমের মিথ্যাচারে অনবরত ক্ষতিগ্রস্ত হয়েও আবার এগিয়ে যাই কর্তব্যের টানে, আত্মীয়বন্ধুদের বিশ্বাসঘাতকতায় বুকের গভীরে গোপন রক্তক্ষরণ উপেক্ষা করে ফের বাড়িয়ে দিই সাহায্যের অনাবিল আশ্বাস --- আমাদের মতো বারোমেস্যে এপ্রিল ফুল আর কারা ? যুগে যুগে এই আমরাই সাগরসঙ্গমে নবকুমার হয়ে কাঠ আনতে নেমে গেছি শ্বাপদসঙ্কুল বেলাভূমির জঙ্গলে , আর প্রাজ্ঞ সহযাত্রীরা অদৃশ্য হয়ে গেছে 'এপ্রিল ফুল ' বলে।
তাও আমাদের স্বভাব যায় না মলে! যতই হাসুক, যতই মুরগী করুক বুঝদার লোকেরা ---
' তবু আমি বোকাই হবো, এটাই আমার অ্যাম্বিশন ! '
ডঃ সুজন সরকার,
বর্ধমান।
আরও পড়ুনঃ ওরা আমাকে একটা পুড়ে যাওয়া বাড়ির ভিডিও পাঠায়......
- More Stories On :
- April Fool
- Feature
- Small Story