চার হাত এক হয়েছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। হানিমুন থেকে ফিরে এবার মুম্বইতে জুহুর বিলাশবহুল অ্যাপার্টমেন্টে তাদের নতুন জীবন শুরু করবেন ভিক্যাট। জুহুর এই আবাসনেই থাকেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তাই বিরুষ্কার প্রতিবেশী হতে চলেছেন ভিক্যাট।
আরও পড়ুনঃ 'আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়', টিউশন শেষ করে বাড়ি ঢুকছেন শ্রীলেখা!
বলিউডের জনপ্রিয় পাপারাজ্জি ভাইরাল ভায়ানি জুহু বিচের ক্যাট-ভিকির ফ্ল্যাটের একটি ভিডিও শেয়ার করেছেন তার ইন্সটাগ্রামে। স্বাভাবিকভাবেই যে অ্যাপার্টমেন্টের ভিতরটা অন্যরকম হবে সেটা ভিডিওটা দেখেই পরিষ্কার হয়ে গেছে।
আরও পড়ুনঃ মজার ওয়েব সিরিজ নিয়ে আসছে ক্লিক
বিরুষ্কা ৩৫ অ্যাপার্টমেন্টের ৩৫ তম ফ্লোরে থাকেন। সূত্র মারফত জানা গেছে ভিক্যাট হয়তো এই ফ্ল্যাটের ৮ নম্বর তলায় থাকবেন। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টের জন্য প্রথম তিন বছর প্রতি মাসে ৮ লক্ষ টাকা ভাড়া দিতে হবে। পরের ১২ মাসে সেটা বেড়ে ৮ লক্ষ ৪০ হাজার টাকা হবে। শেষ বছর মাস প্রতি ৮.৮২ টাকা ভাড়া দিতে হবে।
- More Stories On :
- Vicky Kaushal
- Katrina Kaif
- Virat Kohli
- Anushka Sharma