আড়াই বছর ধরে জনপ্রিয় ধারাবাহিক 'শ্রীময়ী' তে রোহিত সেনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন অভিনেতা টোটা রায়চৌধুরী। রবিবার এই ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং হয়েছে।
'শ্রীময়ী' শেষ হওয়ার পর আর নতুন কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না টোটা রায়চৌধুরী। আগামী দিনে তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের কাজ। এখন কয়েকদিনের বিরতি। তারপর করণ জোহর প্রযোজিত বলিউড ছবি 'রকি অউর রাণী কি প্রেম কাহানী' তে অভিনয় করছেন টোটা। এই ছবির শুটিংয়ের জন্য জানুয়ারির শুরুতেই মুম্বই উড়ে যাবেন তিনি।
এর মধ্যেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে দেখা গেল অভিনেতাকে। সেখান থেকে একটি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশেন লেখেন,'যত মত, তত পথ।' সাদা পাজামা পাঞ্জাবী ও শাল গায়ে তাকে ফেলুদার মতো লাগছিল।
- More Stories On :
- Tota Roy Chowdhury
- Actor