অনেকদিন আগেই বলিউডে অভিষেক হয়েছিল টোটা রায়চৌধুরীর। তবে এবারের ছবির সামান্য ইঙ্গিত ছড়িয়ে পড়তেই হইহই শুরু হয়ে গিয়েছে টোটার অনুরাগীদের মধ্যে।
আরও পড়ুনঃ আমি খুব বেশি ফুডি : দেবারতি
বলিউড সূত্রে খবর, করণ জোহরের পরবর্তী ড্রিম প্রোজেক্ট 'রকি অওর রানি কী প্রেম কহানি'। মুখ্য ভূমিকায় থাকবেন আলিয়া ভাট ও রণবীর সিং। ছবিতে রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজ়মিও। ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়েই সিনেমার গল্প নির্মাণ করেছেন তিনি। এই সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। তবে সিনেমায় নিজের চরিত্র নিয়ে এখনই কিছু জানাতে নারাজ অভিনেতা।
আরও পড়ুনঃ আমি খুব বেশি ফুডি : দেবারতি
গুঞ্জন শোনা যাচ্ছে, ধর্মা প্রোডাকশনসের 'অজীব দস্তানস'-এর 'অনকহি' ছবিতে টোটার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন করণ। তারপর টোটাকে এই সিনেমার নির্দিষ্ট চরিত্রের জন্য অডিশন দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়। অডিশনে টোটার অভিনয় দেখে সঙ্গে সঙ্গেই পছন্দ হয় পরিচালক ও প্রযোজকের। সূত্র বলছে, সিনেমার শুটিং শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে। তবে আরও আলোচনার জন্য এই মাসের শেষেই মুম্বই পাড়ি দিচ্ছেন টোটা।
আরও পড়ুনঃ ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সঙ্ঘের খুঁটিপুজো
এখন অনেক ব্যস্ততা। তাই আপাতত মেগার কাজ থেকে একটু দূরে থাকবেন টোটা। 'শ্রীময়ী' ধারাবাহিকের কাজ থেকেও ছুটি নিয়েছেন 'রোহিত সেন'। টোটা নিজে জানান, আপাতত এই সিনেমার প্রতি সমস্ত মনোযোগ দিতে চান তিনি। করনের পরিচালনায় কাজ শেষ হলে বাংলায় ফিরে সৃজিত মুখার্জির 'ফেলুদা' সিরিজের কাজ শুরু করবেন তিনি।
- More Stories On :
- Tota Roy Chowdhury
- Bollywood
- Karan Johar
- Tollywood