পর্দায় উচ্ছেবাবুর সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের মাতিয়ে রেখেছে। দাদাইয়ের কথায় উচ্ছেবাবুর সঙ্গে বিয়ের পর আপাতত বিচ্ছেদও হয়ে গিয়েছে মিঠাই-সিদ্ধার্থের। বুঝতেই পারছেন, সৌমিতৃষা কুণ্ডুর কথাই বলা হচ্ছে। পর্দার বাইরেও সৌমিতৃষা সমান জনপ্রিয়। বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে সৈমিতৃষার অনুরাগীর সংখ্যা প্রতিদিন একটু একটু করে বাড়ছে। সেই সৌমিতৃষা কুণ্ডুকে দেখা গেল এবার তোর্ষা এবং শিবার সঙ্গে নাচতে। মিঠাইয়ের তোর্সার সঙ্গে পর্দায় যতই মনের অমিল থাক না কেন, পর্দার বাইরে তাঁরা বেশ ভাল বন্ধু। অন্যদিকে কৃষ্ণকলির শিবা অর্থাত্ অধিরাজ গঙ্গোপাধ্যায়ও দুপাশে দুই বান্ধবীকে পেয়ে বেজায় খুশি।
শ্যুটিংয়ের অবসরে তিনজনকে একযোগে 'দো ঘুঁট মুঝে ভি পিলা দে সরাবির' ধুনে নাচতে দেখা যায়। সৌমিতৃষা, অধিরাজ এবং তন্বী লাহার সেই নাচ দেখে মুগ্ধ তাঁদের অনুরাগীরা। রিলস-এর কমেন্ট বক্সে তারা প্রচুর কমেন্টও করেন।
- More Stories On :
- Soumitrisha
- Bengali Serial
- Reels