অতনু রায়চৌধুরী ও বেঙ্গল টকিজের প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস-এর সহ প্রযোজনায় আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে পরিচালক অভিজিৎ সেনের প্রথম ফিচার ফিল্ম 'টনিক'। এই ছবিরই ট্রেলার লঞ্চ হয়ে গেল নন্দনে।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পরিচালক জানালেন,'খুবই ভালো লাগছে। খুবই আনন্দের বিষয়। দেব অভিনয় করছে, জিত দা মিউজিক দিয়েছে এটা আমাদের জন্য বড় পাওয়া আমাদের জন্য। বিশেষ করে যারা নিউ ফিল্মমেকার, নতুন কাজে এসেছে তাদের জন্য খুবই ইম্পরটেন্ট।' জিত গাঙ্গুলি জানালেন,'আমি কাজটা করে ভীষণ এনজয় করেছি। অভিজিতের সঙ্গে কিতু আমার গানের সুত্রেই আলাপ। আমার খুব ইচ্ছে ছিল অভিজিৎ একদিন বড় ফিল্ম করুক। থ্যাঙ্কস টু অতনু দা ওকে এই সুযোগটা দেওয়ার জন্য। এটা খুব সুন্দর একটা গল্প। ও যেটা বললো আনন্দ করার জন্য কোনও বয়সের সীমা লাগে না। সিচুয়েশিনাল গান ও করেছে। আমার সঙ্গে অনেক অনেক পরিশ্রম করেছে ও।'
দেব জানালেন,'গত ২ বছরে করোনা আমাদের গ্রাস করেছে আমরা সবাই একটু ভালোলাগা, ভালোবাসা খুঁজেছি। মজা ছড়ানোর মানুষ কমে যাচ্ছে। আমরা খুব গম্ভীর হয়ে যাচ্ছি। সেখান থেকেই টনিক। এরকম চরিত্র আমি আগে পাইনি। লাস্ট দু মাস আগে যে গোলন্দাজের চরিত্র করেছি তার থেকে সম্পূর্ণ আলাদা। টনিক দেখলেই বোঝা যাবে আমি নিজেকে কতটা ভেঙ্গেছি।'
- More Stories On :
- Tonic
- Dev
- Jeet Ganguly