নতুন বছরটা অভিনেত্রী সুমা দের জন্য বেশ ভালো। ২০২২ এর শুরুতেই খোশমেজাজে রয়েছেন অভিনেত্রী। এই বছর কালার্স বাংলায় 'জয় জগন্নাথ' ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এই ধারাবাহিকে তাঁর অভিনীত সান্তা চরিত্রটি দর্শকদের বেশ পছন্দ হয়েছে। তবে আপাতত ধারাবাহিকে তাঁর অভিনয় শেষ হয়েছে।
'জয় জগন্নাথ' শেষ হলেও সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। গত বছর মুক্তি পেয়েছিল সুমার অভিনীত ছবি যেটা ২৪ সেপ্টেম্বর মুক্তি পায় এই ছবিটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল। এবার পরিচালক আতিউল ইসলামের পূর্ণদৈর্ঘ্যর ছবি 'শ্যাডো' তে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। 'কিশলয়' এর সাফল্যের পর এটা আতিউলের নতুন ছবি। এই ছবিতে পুলিশ অফিসার দর্শনা সেনের চরিত্রে দর্শকরা তাঁকে দেখতে পাবেন।
সুমা জানিয়েছেন আগামীতে আরও দুটো ছবি এবং একটি মেগার কাজ নিয়ে কথা চলছে। তবে সবকিছু ফাইনাল না হলে এখনই তিনি কিছু বলতে চান না। এর পাশাপাশি অজয়নগরে সুমার মঞ্জিনিসের আউটলেটেও সময় বের করে যেতে হচ্ছে তাঁকে। ফলে অভিনয় থেকে দোকান দু'টো একসঙ্গে সামলাতে হলেও তিনি এই কাজটা উপভোগ করছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুনঃ জেতার মানসিকতা নিয়ে দল গড়া হয়নি, কেন এমন বললেন লালহলুদের প্রাক্তনরা?
আরও পড়ুনঃ বেঙ্গালুরুতে কোহলির শততম টেস্ট খেলার ইচ্ছেপূরণে বাধা হতে চলেছে বোর্ড
- More Stories On :
- Suma
- Actress
- New Year 2022