করোনার সময় আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্বেচ্ছ্বাসেবী সংস্থা দুঃস্থদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। সেরকমই একটি স্বেচ্ছাসেবী সংস্থা কলকাতা মহেশতলার সৃজনী সংঘের পক্ষ থেকে করোনার স্বাস্থ্যবিধি মেনে ক্রান্তি ব্লুকের লাটাগুড়ি জঙ্গল লাগোয়া কৈলাসপুর চা বাগানের মাগুরমাড়ি বন বস্তিতে পৌঁছে গিয়েছিল। চা বাগানের দুঃস্থ ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সরঞ্জাম বিতরণের পাশাপাশি দুপুরে একবেলা ভালো করে খাবারের ব্যবস্থা করা হয়।
মহেশতলা সৃজনী সংঘের সদস্য সুদীপ্ত মণ্ডল ‘জনতার কথা’ কে জানিয়েছেন, ‘সারা বছর আমরা দুঃস্থদের বিভিন্ন পরিষেবা দিয়ে থাকি। এবার কৈলাসপুর চা বাগানের মাগুরমাড়ি বন বস্তির দুঃস্থ বাচ্চাদের পাশে আমাদের সংস্থা দাঁড়ালো। ২০০ জন বাচ্চার হাতে লেখাপড়ার বিভিন্ন সামগ্রী যেমন বই, খাতা, পেন্সিল, রবার তুলে দেওয়া হয়। এছাড়া দুপুরে একবেলা পেটভরে খাওয়ানোও হয়েছিল।
শুধু তাই নয়, করোনার মধ্যে আমরা তাদের হাতে মাস্ক ও স্যানিটাইজারও তুলে দিই। ওদের হাসিমুখগুলো দেখে খুব ভালো লাগছিল।’ তিনি আরও জানিয়েছেন খুব শীঘ্রই সৃজনী সংঘ নতুন ভাবনা নিয়ে আসবে এবং সাধারণ মানুষের জন্য তারা কাজ করবেন।
আরও পড়ুনঃ ‘সিনেমা সরস্বতী’ তে চমক যশ-নুসরত
আরও পড়ুনঃ বিরোধীদের কটাক্ষ উড়িয়ে বাজেট নিয়ে নির্মলার প্রশংসায় পঞ্চমুখ মোদি
- More Stories On :
- Srijani Sangha
- NGO
- Help
- Child