আকাশ আট-এ শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'মেয়েদের ব্রতকথা'। এই ধারাবাহিকে মুখ্য চরিত্র 'মায়া'-র চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রেষ্ঠা প্রামাণিক। ধারাবাহিক নিয়ে জানালেন অনেক কথা।
জনতার কথাঃ 'মায়া' চরিত্র করে তোমার কেমন লাগছে?
শ্রেষ্ঠাঃ খুবই ভালো লাগছে। মায়া চরিত্রটা খুবই স্নিগ্ধ, সরল একটা মেয়ে। মায়ার অলরেডি তিনবার মিসক্যারেজ হয়ে গেছে। এটা ফোরথ টাইম ছিল। খুবই ভালো একটা ক্যারেক্টার। আমি খুবই ভালোবেসে ফেলেছি ক্যারেক্টারটাকে।
মেয়েদের ব্রতকথা
জনতার কথাঃ মায়া ও বিমলার মধ্যে কতটা ভালো বন্ডিং?
শ্রেষ্ঠাঃ অনস্ক্রিন মায়া বিমলা কে খুবই ভালোবাসে। বিমলা মায়া কে খুবই ভালোবাসে। অনস্ক্রিন মায়া বিমলা কে খুব ভালো বাসলেও বিমলা যেহেতু নেহেটিভ ক্যারেক্টার ওকে সেই পার্টতা তো করতেই হয়। আমি আর ঐশ্বর্য ওখানে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি। খুব ভালো লাগে একসাথে থাকতে। একসাথে গল্প করতে। আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। আমাদের থিঙ্কিং অনেকটা ম্যাচ করে যার জন্যা আমাদের মধ্যে এত তাড়াতাড়ি ফ্রেন্ডশিপ হয়ে গেছে।
জনতার কথাঃমেয়েদের ব্রতকথার বাকি টিম কেমন?
শ্রেষ্ঠাঃ গোটা ইউনিট খুবই ভালো। এটা আমার ফার্স্ট প্রজেক্ট। ফার্স্ট মেগা এস অ্যা লিড। আমি অনেক জায়গায় শুনেছি জে অনেক টিমে অনেককিছু হত বাঁ হয়। আমাদের টিমটা এরকমই। আমরা খুব মজা করে কাজ করি।
জনতার কথাঃ সামনে বড়দিন আসছে। প্ল্যান রয়েছে?
শ্রেষ্ঠাঃকোনও প্ল্যান নেই। 'মেয়েদের ব্রতকথা'-র শুটিং থাকলে সেটেই সমস্ত প্ল্যান হবে।
- More Stories On :
- Shresttha pamanik
- Actress
- Interview