ওয়েস্টার্ন ড্রেসেই নেটিজেনদের মাতিয়ে রাখেন তিনি। কিনতু এবার দেখা গেল সপূর্ণ অন্য লুকে। ভারতীয় সাজে চমকে দিলেন তিনি।
ভারতীয় সাজে মণীশ মলহোত্রর শাড়িতে ভক্তকুলকে চমকে দিলেন শাহরুখ ও গৌরী খানের কন্যা সুহানা খান। লাল রঙের শাড়ি ও হাতা কাটা ব্লাউজে সুহানার সাজ ইতিমধ্যেই নেটিজেনদের মন ছুঁয়ে গেছে।
রুপোলি কানের দুল ছাড়া অন্য কোনও ভারী গয়না ছাড়াই লাল জর্জেটের শাড়িতে যে ভাবে নিজেকে মেলে ধরেছেন সুহানা তাতে ভক্তদের পাশাপাশি মজেছেন পোশাকশিল্পী মণীশ মলহোত্র নিজেও। মণীশের পোস্টটি ইতিমধ্যেই পছন্দ করেছেন এক লক্ষ ছিয়াত্তর হাজারেরও বেশি মানুষ। আর সুহানার পোস্টটিকে পছন্দ করেছেন চার লক্ষ চোদ্দো হাজারেরও বেশি নেটিজেন।
আরও পড়ুনঃ স্বপ্নের অভিষেক রবি বিষ্ণোইয়ের, ইডেনে জয় দিয়ে শুরু ভারতের
আরও পড়ুনঃ শরীরে চিপ লাগানো আছে, অজিত ডোভালের বাড়িতে ঢোকার চেষ্টা করে গ্রেপ্তার ব্যক্তি
- More Stories On :
- Shahrukh Khan
- Suhana Khan
- New Look