২০২১ এর একদম শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহিদ কাপুর অভিনীত ছবি জার্সি। গৌতম তিন্নানুরির পরিচালিত এই ছবি নিয়ে ইতিমধ্যেই বেশ আলোচনা শুরু হয়ে গেছে। দর্শকরা বছরের শেষটা একটা ভালো ছবি দেখে করতে চাইছেন। এই ছবির নির্মাতারা এবার সোশ্যাল মিডিয়াতে একটি বিহাইন্ড দ্য সিনের ভিডিও পোস্ট করেন। সেখানে শাহিদ কাপুরের ক্রিকেটার অর্জুন তলোয়ার হওয়ার ঘটনাটা দেখানো হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে ক্রিকেট প্র্যাকটিসের সময় তাঁর ঠোঁট ফেটে রক্ত পড়ছে। শুধু তাই নয়, রক্ত বন্ধ করতে করা হয়েছিল নাকি ২৫টি সেলাই !
ভিডিয়োতে দেখা যাচ্ছে ব্যাট হাতে ২২ গজে শাহিদ। ব্যাটিং অনুশীলনে ফাঁকি না দেওয়ার পাশাপাশি তাঁর লক্ষ্য ছিল পর্দায় যেন একজন ব্যাটসম্যান হিসেবে প্রতিটি ভঙ্গি, শট একেবারে যেন নিখুঁত হয় যেমনটা পেশাদার ক্রিকেটাররা করেন ঠিক সেরকমই। সেরকমই একদিন ২২ গজে অনুশীলনে ব্যস্ত ছিলেন শাহিদ। তখনই ঘটে এক ঘোরতর বিপত্তি। একটা বল সজোরে এসে লাগে তাঁর ঠোঁটে। সঙ্গে সঙ্গে ফেটে যায় বলি-তারকার ঠোঁট। আঘাত এতটাই গুরুতর হয় যে রক্তে ভেসে যেতে দেখা যায় শাহিদের সাদা জার্সি। রক্ত থামানোর জন্য ক্ষতস্থানে রুমাল চেপে ধরলেও নিমিষে সেটিও লাল হয়ে যায় রক্তে।
This one has my BLOOD. #JerseyOfDreamshttps://t.co/gacdiaVSYq pic.twitter.com/K3DffclHR2
— Shahid Kapoor (@shahidkapoor) December 18, 2021
সবাই যখন বিভ্রান্ত, পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, 'ডাক্তারের কাছে এখনই যাওয়া যাক?' এরপর ২৫টি সেলাই পড়ে শাহিদের ঠোঁটে। ফলে বহুদিন 'জার্সি'র শ্যুটিং বন্ধ রাখা হয়েছিল। অভিনেতা সুস্থ হওয়ার পর আরও একবার শ্যুটিং শুরু হয়। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাহিদ নিজের মুখে স্বীকার করেছেন, 'এই ছবিতে আমার সবথেকে স্মরণীয় মুহূর্ত সম্ভবত সেটাই ছিল। চোটের রকমফের দেখে মনে প্রশ্ন উঠেছিল আমাকে কি আর আগের মতো দেখতে লাগবে?' তবে এই ছবির জন্য শাহিদ কাপুরকে যে কতটা পরিশ্রম করতে হয়েছে তা আরও একবার প্রমাণিত হল।
- More Stories On :
- Shahid Kapoor
- Jersey
- Shooting