অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা কে টলিউডের পরিচিত অভিনেত্রী হিসাবে সকলেই চেনেন। মেগা থেকে শুরু করে শর্টফিল্ম, ওয়েব সিরিজ, ফিচার ফিল্ম সবেতেই তাঁর অভিনয় নজর কেড়েছে। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে।
প্রোডাকশন হাউস খুললেন এই টলি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে এর পোস্ট দিয়েছেন তিনি। সেখানে লেখা ম্যাজিকলাইট প্রোডাকশন হাউসের প্রতিষ্ঠাতা তিনি। তার এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন।
সায়ন্তনী
একজন কমেন্টে লিখেছেন, ‘অনেক অনেক শুভেচ্ছা সায়ন্তনী।নাম টা খুব সুন্দর হয়েছে।’ অভিনেতা সুমন ব্যান্রারজি লিখেছেন ‘কনগ্র্যাচুলেশন্স’।দেবপ্রতীম দাশগুপ্ত লিখেছেন, ‘বাহ অভিনন্দন।’ এছাড়া আরও অনেক শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি।
আরও পড়ুনঃ শিশুদের মুখে হাসি ফোটালো সৃজনী সংঘ
আরও পড়ুনঃ ‘সিনেমা সরস্বতী’ তে চমক যশ-নুসরত
- More Stories On :
- Sayantani Guhathakurta
- Producer
- New Venture