করোনা আক্রান্ত ‘বাহুবলী’র কটাপ্পা ওরফে অভিনেতা সত্যরাজ। বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। কিন্তু আচমকা শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। তড়িঘড়ি চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সংবাদসংস্থা এএনআই এমনটাই জানিয়েছে।
বর্তমানে স্থিতিশীল রয়েছেন অভিনেতা। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে এমনটাই জানা গেছে। সত্যরাজের এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে বলেছেন, “ও খুব দ্রুত সেরে উঠছে। দু’তিন দিনের মধ্যে ও বাড়ি ফিরতে পারবে। কিন্তু বাড়িতেও এক সপ্তাহ বা তার বেশি সময় ওকে নিভৃতবাসে থাকতে হতে পারে।”
বিগত কয়েকদিনে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। টলিউড, বলিউড থেকে শুরু করে দক্ষিণী ইন্ডাস্ট্রির অনেকেরই কোভিড পজিটিভ ধরা পড়েছে। অভিনেতা মহেশ বাবু, পরিচালক প্রিয়দর্শন করোনায় আক্রান্ত।