বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী সানা খান। তবে বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে তিনি। অন্য এক জগতে। বলিউডের ঝলক ছেড়ে আধ্যাত্মিকতার পথ অনুসরণ করেছেন তিনি।
সেই সানা খান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। ইন্সটাগ্রামে শেয়ার করা এই ভিডিওতে, সানা দেখিয়েছেন যে তিনি তার স্বামীর সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন। এই সময় তাকে খুব খুশি দেখাচ্ছিল। এই ভিডিওতে তাকে স্বামীর সাথে মলদ্বীপে যেতে দেখা যায়। এই সময়, সানা খুব খুশি। কখনও কখনও তাকে দুলতে দেখা যায় এবং কখনও কখনও তাকে দৌড়াতে দেখা যায়। ভিডিওতে সানা আরও বলেছিলেন যে সমুদ্র বিমানে যাওয়া তার স্বপ্ন ছিল যা এখন পূরণ হয়েছে। তবে এত কিছুর মধ্যেও সময়ে, সানা খান নামাজ পড়তে ভোলেননি।
আরও পড়ুনঃ শ্রাবন্তীর চতুর্থ প্রেমে ভাঙন
প্রসঙ্গত উল্লেখ্য গত বছর ২২ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সানা। ইন্সটাগ্রামে দুজনের ছবি পোস্ট করে এই সুখবরটা জানান। বিয়ের ৯ বছর পর মলদ্বীপে তাদের একসঙ্গে সময় কাটানোর ভিডিও দেখে বোঝাই যাচ্ছে তাদের পোস্ট ম্যারেজ লাইফ বেশ ভালই কাটছে।