সম্প্রতি তার বিবাহবিচ্ছেদ হয়েছে। এখন তিনি ফ্রি লাইফ লিড করছেন। অভিনয় থেকেও একটু বিরতি নিয়েছেন আর হলিডে মুডে রয়েছেন।
সামান্থা রুথ প্রভু ছুটি কাটাচ্ছেন হৃষিকেশে। সেখানে মহাঋষি মহেশ যোগী আশ্রমে গেছিলেন। এই আশ্রমের জনপ্রিয় পরিচয় 'বিটলস আশ্রম' বলে। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর বন্ধু তথা ডিজাইনার মডেল শিল্পা রেড্ডি।
তাঁর বেড়ানোর ছবি শেয়ার করেছেন সামান্থা। ছবির সঙ্গে লিখেছেন, '' একদিন যেখানে বিটলস দাঁড়িয়ে ছিলেন, সেখানেই দাঁড়িয়ে আমি। আমি মহাঋষি মহেশ যোগীর আশ্রমে। এখানেই তাঁরা 'ট্রান্সসেন্ডাল মেডিটেশন' অনুশীলন করেছিলেন। লিখেছিলেন তাঁদের বিখ্যাত গানগুলির মধ্যে কিছু গান''।
সামান্থাকে এর পর দেখা যাবে 'কাথুভাকুলা রেন্ডু কড়াল' এবং 'শকুন্তলম' ছবিতে। সম্প্রতি তাঁর ডিজিটাল বিনোদন জগতে অভিষেক ঘটেছে 'দ্য ফ্যামিলি ম্যান টু' সিরিজে। সিরিজে 'রাজি'-র ভূমিকায় তাঁর অভিনয় মন জয় করেছে দর্শকদের।