গতকাল ছিল অভিনেতা সলমন খানের জন্মদিন। ৫৬তম জন্মদিন সেলিব্রেট করছেন সেলিম খান ও সলমা খানের বড় ছেলে। রবিবার মধ্যরাত থেকে পানভেল খামারবাড়িতে তারকাখচিত জন্মদিন উদযাপন করলেন তিনি। এদিন রাতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সলমন। ২০২২ সালে নিজের আসন্ন ছবি সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন অভিনেতা।
নতুন বছরে শাহরুখ খানের সঙ্গে কাজ করবেন এমনটাই জানিয়েছেন সাল্লু মিয়াঁ। একে অপরের ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি। সাল্লু মিয়াঁর কথায়, তাঁর ছবি 'টাইগার ৩' এবং শাহরুখ খানের 'পাঠান'এ একে অপরে ক্যামিও হয়ে আসবেন। সলমনের কথায় 'আমাদের দু'জনকেই 'টাইগার ৩' ও 'পাঠান' ছবিতে দেখা যাবে। পরের বছর ডিসেম্বর নাগাদ টাইগার মুক্তি পাবে। পাঠান হয়তো আগে মুক্তি পাবে। হয়তো তখনই দু'জনে একসঙ্গে আসব।'
অভিনেতা আরও জানিয়েছেন, 'বজরঙ্গি ভাইজান'-এর সিক্যুয়েলের লেখক বর্ষীয়াণ কেভি বিজয়েন্দ্র প্রসাদ। তিনিই প্রথম ছবির গল্প লিখেছিলেন। অস্থায়ীভাবে এই সিনেমার নাম রাখা হয়েছে 'পবনপুত্র ভাইজান'। এছাড়া আসন্নর তালিকায় 'নো এন্ট্রি'-র সিক্যুয়েল এবং 'কভি ইদ কভি দিওয়ালী' নামক প্রোজেক্টের কথা জানিয়েছেন তিনি।
- More Stories On :
- Salman Khan
- Actor
- New Movie