জন্মদিন মানেই একটা বিশেষ দিন। আর এই বিশেষ দিন বিশেষভাবে উদযাপন করলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। এই বিশেষ দিনে লাল গাউনে সত্যিই অন্যরকম লাগছিল পায়েল কে। ২৯ বছরের জন্মদিনটা রঙিনভাবে সাজালেন তিনি।
কিছুক্ষণ আগেই ফেসবুকে রাত ১২ টার পর জন্মদিনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পায়েল। ক্যাপশনে লেখেন,'গতকাল রাত ১২টার কিছু মুহূর্ত।' চারিপাশে বেলুন দিয়ে, হার্টস দিয়ে খুব সুন্দরভাবে সবকিছু সাজানো হয়েছিল। এছাড়া রাত ১২টার পর ফেসবুক লাইভ করতেও দেখা যায় টলিউডের এই অভিনেত্রীকে। রাত থেকেই ফেসবুক ওয়াল, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপে অনেক জন্মদিনের শুভেচ্ছা পেতে থাকেন পায়েল। জন্মদিনের দিন পায়েল জানালেন,'আমি খুবই এক্সাইটেড। এত ভালোভাবে জন্মদিন কাটছে সত্যিই খুব ভালো লাগছে।'
চারিদিকে করোনার আবহে যখন চারপাশটা ফ্যাকাশে লাগছে তখন এই বিশেষ দিনে আলো খুঁজে পেলেন অভিনেত্রী। 'জনতার কথা' টিমের পক্ষ থেকে জন্মদিনে পায়েলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো সুস্থ থেকো।