সিনেমা হল খুলে গেছে। কিন্তু দর্শক হলে যাচ্ছেন না। এই প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেতা চ্যাটার্জি জানালেন বাংলা সিনেমা শেষ হয়ে গেছে। ওয়েব সিরিজের কথা বলতে তিনি জানালেন ওয়েব সিরিজই এখন ভবিষ্যত। সঙ্গে রয়েছে সিরিয়াল। কিন্তু সিনেমা পুরোপুরি হারিয়ে গেল।
আরও পড়ুনঃ স্বস্তিকার কাছে টাকা চাইলেন পরমব্রত!
এই কথাটা বললেন আরেক বর্ষীয়ান অভিনেতা রজতাভ দত্ত ও। ওটিটি প্ল্যাটফর্ম সবসময় অ্যাকসেস করা যায়। কাজের ফাঁকে, ট্র্যাভেল করার সময়, টিফিনের সময়, বাসে-ট্রামে যেকোনো জায়গায় দেখে নেওয়া যায়। ওয়েট করে থাকতে হচ্ছে না এক সপ্তাহের মধ্যে ওই শো-টাইমেই এন্টারটেইনমেন্ট টা ধরতে হচ্ছে। অর্ধেকটা দেখে এসে ফিরে এসে বাকিটা দেখার সুযোগ করে দিচ্ছে ওটিটি। তবে তিনি জানালেন সিনেমা হলের জন্য কিছু আলাদা ছবি তোলা থাকবে।
আরও পড়ুনঃ স্আজ সপ্তর্ষির জীবনে বিশেষ দিন
ভরত কল জানান কিছু সংখ্যক দর্শক এখন ওটিটি পছন্দ করছে। ফলে ওটিটি তাদের কাছে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। শুধু তাই নয় সিরিয়ালের জনপ্রিয়তা যে ফিরে এসেছে সেটাও জানালেন তিনি। সিরিয়ালের জনপ্রিয়তা অর্জনের ক্ষেত্রে লীনা গঙ্গোপাধ্যায় ও সাহানা দত্তের কথা বলেন।