ড্রিম ওয়ার্কস প্রোডাকশনের ব্যানারে মহুয়া জানার প্রযোজনায় সঞ্জয় দাসের পরিচালনায় পূর্ণদৈর্ঘ্যের সিনেমা 'নিধন'। এই ছবিরই শুটিং শুরু হয়ে গেল মেদিনীপুরে।
এই সিনেমায় অভিনয় করছেন রূপসা মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, ভরত কল, অভিষেক চ্যাটার্জি, সুপ্রিয় দত্ত ছাড়াও বেশ কিছু নতুন মুখ। এটি একটি সাসপেন্স থ্রিলার। চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে এই ছবি।
অভিনেতা রজতাভ দত্তকে পুলিশের ভূমিকায় দেখা যাবে এই সিনেমায়। ছবিতে একটি খুনের তদন্তের দায়িত্বে রয়েছেন তিনি। 'নিধন' এ বিশেষভাবে সক্ষম এক মহিলার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় কে। তার চরিত্রের নাম রাধা যে দুর্ঘটনায় একটি পা হারিয়েছে।
সঞ্জয় দাস জানালেন সব বিষয়গুলোকে চেপে রাখা, লুকিয়ে রাখা, প্রকাশ না করা কে করছে না জানানো বা না বোঝা এই রকম একটা গল্প রয়েছে। তাঁর গল্পটা পুরোটাই গ্রামের পরিবেশকে কেন্দ্র করে। তাই মেদিনীপুরকে শুটিং লোকেশন হিসাবে বেছে নিয়েছেন। রূপসা জানিয়েছেন লকডাউনের পর মেদিনীপুরে এসে শুটিং করতে খুব ভালো লাগছে। যে সিনেমায় অভিনয় করার সুযোগ থাকে সেখানে অভিনয় করতে খুব ভালো লাগে। অভিষেক চ্যাটার্জি জানালেন একটি মেয়েকে রেপ করে খুন করা হচ্ছে। তার ইনভেস্টিকেশন যে সিআইডি অফিসার করছে তার চরিত্রে আমি রয়েছি।