২০২১ এর ২১ জুলাই প্রথম টেলিকাস্ট হওয়ার পর শন ব্যানার্জি ও সৃজলা গুহর ধারাবাহিক 'মন ফাগুন' ৩০০ এপিসোডে পা দিল। এই ধারাবাহিকে শন ব্যানার্জি ঋষিরাজ ও সৃজলা পিহুর চরিত্রে অভিনয় করছেন। মডেল হিসাবে জনপ্রিয়তা অর্জন করা সৃজলার এটা প্রথম ধারাবাহিক। অন্যদিকে 'আমি সিরাজের বেগম' ও 'এখানে আকাশ নীল' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করা শন ব্যানার্জি 'মন ফাগুন'-এর প্রথম দিন থেকেই দর্শকদের মন কেড়েছেন।
৩০০ তম এপিসোড কেক কেটে উদযাপন করল ধারাবাহিকের সকলে। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের সোশ্যাল মিডিয়ার পেজে উদযাপনের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয় 'মন ফাগুনের ৩০০ তম এপিসোড উদযাপন'। মন ফাগুন লেখা একটা কেক ও কাটেন ইউনিটের সকলে।
এর পাশাপাশি স্টার জলসা এই ধারাবাহিক উদযাপনের একটি ভিডিও পোস্ট করে। যেখানে কলাকুশলীরা এই ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নেন। উল্লেখ্য 'মন ফাগুন' ধারাবাহিকে শাশ্বতী গুহঠাকুরতা, গীতশ্রী রায়, রব দে, শায়ন দে, অনন্যা সেনগুপ্ত আরও পরিচিত মুখ অভিনয় করছেন।
আরও পড়ুনঃ https://janatarkatha.com/entertainment/dadagiri-grand-finale-007020
আরও পড়ুনঃ মাজিয়াকে উড়িয়ে এএফসি কাপের আঞ্চলিক পর্বের সেমিফাইনালে এটিকে মোহনবাগান
- More Stories On :
- Mon Fagun
- Bengali Serial