দাদাগিরি সিজন ৯। 'হাত বাড়ালেই বন্ধু হয়'। সিজন ৯ এর দীর্ঘদিনের জার্নি অবশেষে শেষ হতে চলেছে। খুব তাড়াতাড়ি সৌরভ গাঙ্গুলির এই জনপ্রিয় শো এর গ্র্যান্ড ফিনালে।
সূত্র মারফৎ জানা গেছে গ্র্যান্ড ফিনালে হাজির থাকবেন সৃজিৎ মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, রূপম ইসলাম প্রমুখ। রূপম ইসলামের লাইভ পারফরম্যান্সও দেখা যেতে পারে। দাদার গৃহিণী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নাকি মহারাজকে নাচতেও দেখা যেতে পারে।
এর পাশাপাশি এই অনুষ্ঠানে গান গাইবেন মনোময় ভট্টাচার্য, সোমলতা আচার্য, ইমন চক্রবর্তী, জোজো, রাঘব চট্টোপাধ্যায় প্রমুখ। বিশেষ নৃত্য পরিবেশন করবেন এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের অন্বেষা হাজরা, মিঠাই ধারাবাহিকের সৌমিতৃষা কুণ্ডু, যমুনা ঢাকির শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস।
প্রতিযোগীদের সঙ্গে একটা রাউন্ডে থাকবেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেতা বিশ্বনাথ বসু। উপস্থিত থাকার কথা হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেনের ও থাকার কথা রয়েছে। তাই গ্র্যান্ড ফিনালে নিয়ে শুরু হয়েছে বাড়তি উন্মাদনা।
আরও পড়ুনঃ লার হয়ে উঠলেন ‘কিলার’, রাজস্থানকে উড়িয়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- More Stories On :
- Dadagiri
- Sourav Ganguly