কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছিলেন তিনি। বাড়িতেই নিভৃতবাসে থাকেন। কোয়ারেন্টাইন পিরিয়ড কেটে গেছে। এবার কাজে ফিরলেন তিনি। 'জীবন সাথী' ধারাবাহিকে অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী অর্থাৎ নিধি বসুকে নতুন লুকে দেখতে পাবেন দর্শকরা।
শুটিংয়ে ফেরার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। একটি ছবি পোস্ট করে লিখেছেন,'আই অ্যাম ব্যাক।' 'জনতার কথা' কে অভিনেত্রী জানিয়েছেন,'আমি পুরোপুরি সুস্থ। নিধি আবার ফিরে এল। এখন থেকে নতুন লুকে দর্শকরা তাকে দেখতে পাবে। গতকাল থেকে আমার শুটিং শুরু হল আবার। কাজে ফিরে খুব ভালো লাগছে। প্রত্যেকটা আর্টিস্ট আমরা মন দিয়ে কাজটা করতে চাই। পরিস্থিতি ভালো নয়। তবে এইভাবেই কাজ করতে হচ্ছে। উপযুক্ত সতর্কতা নিয়ে কাজ করছি।'
- More Stories On :
- Maadhurima Chakraborty
- Actress
- Jibon Sathi