ডেটিং অ্যাপে লারা দত্তের ভুয়ো প্রোফাইল। বিষয়টি জানতে পেরে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন বলিউড অভিনেত্রী। ভিডিয়োয় লারা বলেন, “গতকাল থেকে প্রচুর মিম এবং মেসেজ পেয়েছি। সবাই আমাকে বলেছেন, আমি নাকি ডেটিং অ্যাপে প্রোফাইল খুলেছি। কাল থেকে আমার পাগল পাগল লাগছে। সবাইকে বলার চেষ্টা করছি সত্যিটা কী।” তিনি আরও বললেন, “আমার মনে হল অনলাইনে এখনই সত্যিটা বলা ভাল। আমি কোনও ডেটিং অ্যাপে নেই। আগেও ছিলাম না।” ভিডিয়োয় লারা বলেন, “গতকাল থেকে প্রচুর মিম এবং মেসেজ পেয়েছি। সবাই আমাকে বলেছেন, আমি নাকি ডেটিং অ্যাপে প্রোফাইল খুলেছি। কাল থেকে আমার পাগল পাগল লাগছে। সবাইকে বলার চেষ্টা করছি সত্যিটা কী।” তিনি আরও বললেন, “আমার মনে হল অনলাইনে এখনই সত্যিটা বলা ভাল। আমি কোনও ডেটিং অ্যাপে নেই। আগেও ছিলাম না।”
লারার ভুয়ো প্রোফাইলটি নজরে আসতেই মিম-মেসেজের বন্যা বইতে শুরু করেছে। লারা দত্ত বলেছেন, ডেটিং অ্যাপগুলি নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। তাঁর কথায়, “আমি মনে করি, ডেটিং অ্যাপের মাধ্যমে সত্যিই দু’জন মানুষের পরিচয় হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমি এরকম কোনও অ্যাপ ব্যবহার করছি না।”
- More Stories On :
- Lara Dutta
- Dating App
- Actress
- Bollywood
- Miss Universe
- Model