সরামা এবং কল্লোল বিশ্বাসের একমাত্র ছেলে কোরোক বিশ্বাস। কোরোক একজন বিশেষভাবে সক্ষম শিশু। কোরক বিশ্বাস একজন বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী শিশু হলেও সব প্রতিবন্ধকতাকে জয় করে একজন নৃত্যশিল্পী হিসেবে নিজের জায়গা তৈরি করেছে। কোরোক খুবই প্রতিভাবান এবং অনেক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন পুরস্কার জিতেছেন।
পার্ল হোটেলে হ্যালো কলকাতা কার্নিভালের সময় কোরক বিশ্বাস-কে সামাজিক প্রভাবশালী আশিস বসাক এবং LIONS CLUB অফ কলকাতা ম্যাগনেটসের অন্যান্য কর্মকর্তাদের দ্বারা 'বিশেষ শিশু আশ্চর্য' হিসাবে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন মল্লার ঘোষের মত বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি জানালেন, “আমরা একটি অসাধারণ পারফরম্যান্স দেখলাম। কোরোকের অনবদ্য পারফরম্যান্স চাক্ষুষ করে আমরা মোহিত হলাম। কোরোক কে আমি ও আমার স্ত্রী মল্লিকা দুজনের তরফ থেকে আশীর্বাদ জানাচ্ছি।’’
এখানে কোরোক ড্যান্স পারফরম্যান্সের মাধ্যমে সবাইকে মুগ্ধ করে। এছাড়া ইন্দ্রাণী গাঙ্গুলী, সৃষ্টি ড্যান্স একাডেমি দ্বারা আয়োজিত ভ্যালেন্টাইন ভ্যারাইটি-তেও কোরোক বিশ্বাস ছিলেন মূল আকর্ষণ।
আরও পড়ুনঃ ঘাট সংরক্ষণের জন্য রিভার ফেস্টিভ্যাল
আরও পড়ুনঃ "লতানো গাছ হয়ে বড় হলে হবে না মা", বলেছিলেন জ্যেঠু
- More Stories On :
- Korok Biswas
- Physically Challenged
- Dance