বেশ কয়েকবছর ধরে সফলভাবে অভিনয় করার পর এবার প্রথম ছবি নির্মাণ করলেন কিংশুক গাঙ্গুলি। ছবির নাম 'দ্য হিউম্যানিটি'। বর্তমানে পৃথিবীতে মনুষ্যত্ব ও ভালোবাসার বড় অভাব। সেই নিয়েই এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি।
এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নবাগতা লিটসি দাস ও দেবজিৎ মুখার্জি। কিংশুক গাঙ্গুলির প্রথম ছবিই দেশ ও বিদেশে ১৯টি পুরস্কারে ভূষিত। খুব শীঘ্রই কোনো ন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি দেখতে পারবেন দর্শকরা।
পরিচালক 'জনতার কথা' কে জানালেন, 'আগামী দিনে শুধু অভিনেতা হিসাবেই নয়, পরিচালক হিসাবেও ভালো কাজ করতে চাই। বিগত ২৫ বছর ধরে অভিনয় করতে করতে মনে হয় নিজে কিছু একটা করি। নিজের চিন্তা ও ভাবনা দিয়ে একটা গল্প প্রতিস্থাপন করি। সেই ভাবনা থেকেই এই কাজ। এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। তবে অনেক চড়াই উৎরাই রয়েছে। গোটা ইউনিটকে চিয়ার আপ করা, একজন অভিভাবক হিসাবে সবার সঙ্গে কথা বলা, মেজাজ রাখা সেটা অনেক বড় এক্সপিরিয়েন্স দিয়েছে। অনেক কিছু শিখিয়েছে।'
আরও পড়ুনঃ 'মন ফাগুন' এর ৩০০ তম এপিসোড উদযাপন
- More Stories On :
- Kingshuk Ganguly
- Feature Film