জীবনের নতুন ইনিংস শুরু করছেন বেবো অর্থাৎ অভিনেত্রী করিনা কাপুর। এতদিন অভিনয় করে দর্শকদের মাতিয়েছেন। এবার তাকে দেখা যাবে প্রযোজক হিসাবে। একতা কাপুর ও হংসল মেহতার সঙ্গে ছবি প্রযোজনার কাজ করবেন তিনি। জীবনের প্রথম প্রযোজনা? বেবো বলছেন, 'একতা কপূরকে পরিবার সূত্রে বহু বছর ধরে চিনি। এই ছবিতে প্রযোজনার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। আর এই প্রথমবার প্রযোজক হিসাবে কাজ করব হংসলের সঙ্গে। আমি হংসল মেহতা পরিচালিত ছবির ভক্ত। এই কাজটায় অনেক কিছুই প্রথমবার হচ্ছে। কাজ শুরু করার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।'
আরও পড়ুনঃ দীপ্সিতার জন্মদিনে শুভেচ্ছা 'দাদান' শোভনের
এর আগে তৈমুরের জন্মের পর 'ভীরে দি ওয়েডিং' ছবির মাধ্যমে কামব্যাক করেছিলেন করিনা। এবার দ্বিতীয় সন্তানের জন্মের পর নতুন ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। একতা বলছেন, 'করিনা কপূর যথেষ্ট ক্ষমতাশালী একজন অভিনেত্রী। ভীরে দি ওয়েডিং'-এর মত নায়িকাকেন্দ্রিক ছবির প্রধান চরিত্রে নজর কেড়েছিলেন করিনা। এইবারেও করিনার সঙ্গে কাজ করার জন্য আমি ভীষণ উত্সাহী আর অধীর আগ্রহে অপেক্ষা করছি। গল্পটা শোনার পরেই আমার ভীষণ ভালো লাগে। দর্শকেরা আরও একটা দারুণ কাজের অপেক্ষায় থাকতেই পারেন।' বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি। খুব তাড়াতাড়ি এই শুটিং শুরু হবে বলে জানা গেছে।
- More Stories On :
- Kareena Kapoor
- Ekta Kapoor
- Actress
- Bollywood
- Director