'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র ট্রেলার লঞ্চ হয়ে গেছে সম্প্রতি। যে ট্রেলার দেখার পর দর্শকদের মধ্যে বিশেষ একটা আগ্রহ তৈরি হয়েছে। এই ছবিটা একদিকে যেমন ছোটদের ছবি, অন্যদিকে আবার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটও খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। সবাই অপেক্ষা করে আছে ছবিটি কবে হলে মুক্তি পাবে সেটা দেখার জন্য।
গত মঙ্গলবার এই ছবির রাজামশাই ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে লাইভে এসেছিলেন দেব। সেই লাইভেই এই ঘোষণা করেছেন সাংসদ-অভিনেতা। সঙ্গে আরও জানিয়েছেন যদি রূপকথার মোড়কে মোড়া এই গল্পে কেউ বর্তমান রাজনীতির গন্ধ পান তাহলে তা পুরোটাই কাকতালীয়। অবশ্য যদি কেউ পান তাহলে তিনি যেন তা অবশ্যই দেবকে জানান। দেবের কথায়, 'হাস্যরস আর ব্যঙ্গ কৌতুক নিয়ে তৈরি ছবি অনেক সময়েই দ্ব্যর্থক হয়।
লাইভে এসে ছবি তৈরির নানান গল্প শোনা যায় দেব ও শাশ্বতর মুখে। দু'জনকেই বলতে শোনা যায় কবীর সুমনের গুরুত্ব কতটা এই ছবি নিয়ে। তাঁর তৈরি করা সুর, বাঁধা গান এই ছবিকে অন্য মাত্রা দিয়েছে। জানা যায় ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় প্রথমে 'রাজামশাই' এর চরিত্রের জন্য অভিনয়ের প্রস্তাব দেবকে দিয়েছিলেন। কিন্তু তাতে রাজি হননি এই সাংসদ-অভিনেতা। তারপর তিনিই বলেন শাশ্বত চট্টোপাধ্যায়ের নাম। রাজার মন্ত্রী হিসেবে দর্শক দেখতে পাবেন খরাজ মুখোপাধ্যায়কে। রানির ভূমিকায় রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়। এরই মাঝে জোর গলায় শাশ্বত জানান যে ছবিতে 'বুড়ো মন্ত্রী' হিসেবে শুভাশিস মুখোপাধ্যায় যা অভিনয় করেছেন তা বহুদিন পর্যন্ত দর্শকের স্মৃতিতে অটুট থাকবে। এছাড়াও শুরু থেকে শেষ পর্যন্ত কবিতার ছন্দে বলা হয়েছে ছবির সংলাপ।
- More Stories On :
- Dev
- Habu Chnadra Raja Gabu Chnadra Mantri