‘কুলপি’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বাংলা সিনেমায় দেখা যাবে একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী চুমকি চৌধুরী। সিনেমার আড্ডায় ‘জনতার কথা’র মুখোমুখি চুমকি চৌধুরী।
জনতার কথাঃ এতদিন পর আপনাকে ছবিতে দেখে কেমন?
চুমকি চৌধুরীঃ হয়তো মুভিতে এতদিন পর। তবে প্যান্ডামিকের আগে আমি কয়েকটা সিরিয়াল করেছি।প্যান্ডামিকের পরেও করছি।
জনতার কথাঃ সিরিয়াল তো করেছেন। কিন্তু মুভিতে এতদিন পর। চুমকি চৌধুরী মানেই তো মুভি।
চুমকি চৌধুরীঃ একদম। সেইজন্যই তো। খুবই ভালো লাগছে। আগে এতবছর কাজ করেছি। তারপর ফিরে আসা। আসলে আমি কাজ করছিলাম না কারণ বাবা চলে যাওয়ার পর একদম কাজ করতে ভালো লাগত না। আসেনি। আমি বলেছিলাম আর ইন্ডাস্ট্রিতে ঢুকবো না। যার হাত ধরে ঢোকা সে যখন চলে গেছে আমার পৃথিবীটাই চেঞ্জ হয়ে গেছে। তাই আমি আর অভিনয় করবো না। কোথাও যাব না। নিজেকে গুটিয়ে নিয়েছিলাম।
জনতার কথাঃ এই ছবির চরিত্রের ব্যাপারে সংক্ষেপে বলবেন।
চুমকি চৌধুরীঃ এই ছবির চরিত্র নিয়ে যখন বর্ষালি আমার কাছে আসে আমি না করে দিয়েছিলাম। আমি এই ছবি করবোনা। আমি নেগেটিভ চরিত্র করিনি। আর দর্শকও আমাকে নেগেটিভ চরিত্রে গ্রহণ করবেনা। কিন্তু ও বললো একটা আর্টিস্ট তো সব ধরণের চরিত্র করে। তুমি এতদিন করোনি। করোনা। আমি বললাম আমার নিজের ওপর ভরসা নেই। পজিটিভ ও নেগেটিভ ক্যারেক্টারের মধ্যে একটু তো আলাদা হবে। ও বলল না তুমি করো। এবার দর্শক বলবে। রণি দাও খুব হেল্প করেছে। সবাই খুব হেল্প করেছে।
জনতার কথাঃ এতদিন পর সিনেমা করছেন। বাংলা সিনেমায় কি কি চেঞ্জেস দেখেছেন?
চুমকি চৌধুরীঃ এই যে অনেকে বলে অনেক চেঞ্জ হয়ে গেছে। সত্যি কথা বলতে কি আমার ওরকম মনে হয়নি। তবে বিশ্বাস করি ভালো গল্প হলে দর্শক অবশ্যই হলে যাবে। এটা আমার বিশ্বাস।
- More Stories On :
- Chumki Chowdhury
- Actress
- Tollywood