তামিল উপন্যাস 'পোন্নিয়্যান সেলভান' অবলম্বনে ছবির শুটিংয়ে ব্যস্ত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক মণিরত্নম। এই ছবির শুটিঙয়ে এসেই ঘোড়ার মৃত্যু হয়। তার জেরে আইনি বিপাকে পরিচালক। পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস আবদুল্লাপুরমেত থানায় অভিযোগ দায়ের হয়েছে।
একটি যুদ্ধের দৃশ্যের শুটিংয়ে প্রচুর সংখ্যক ঘোড়াকে কাজে লাগিয়েছেন মণিরত্নম। পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালসের দাবি, খাবার ও জল না পেয়েই মৃত্যু হয়েছে ঘোড়াটির। উন্নত প্রযুক্তির যুগে কেন ঘোড়াকে কাজে লাগিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হল, সেই প্রশ্নও তুলেছে PETA। এই প্রসঙ্গে এখনও পর্যন্ত পরিচালকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, তামিল উপন্যাস 'পোন্নিয়্যান সেলভান' অবলম্বনে বহুভাষী ছবির কাজে হাত দিতে চলেছেন মণিরত্নম। এই উপন্যাসের কাহিনি চোল বংশের অরুলমোজি বর্মনের সময়কার। মণিরত্নমের এই ছবি মূলত পিরিয়ড ড্রামা। চোল ইতিহাসের পর্দার আড়ালে থাকা এমন অনেক চরিত্রদের তুলে ধরবেন পরিচালক এই ছবিতে। এই ছবির গুরুত্বপূর্ণ বিষয় ঐশ্বর্য রাই বচ্চনকে এই ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
- More Stories On :
- Mani Ratnam
- FIR