বলিউড অভিনেত্রী এশা গুপ্তা সবসময় নিজেকে হট লুকে মেলে ধরতে পছন্দ করেন। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন সবেতেই তার হট লুক নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। তবে এবার এশার বোল্ডনেস মাত্রা ছাড়াল। সম্পূর্ণ টপলেস অবতারে লেন্সবন্দি হলেন অভিনেত্রী। শরীরের উপরের অংশে নেই এক টুকরো সুতো। হাতের পাশ দিয়ে উন্মুক্ত স্তনযুগল, নীচে ব্লু ব্যাগি জিনস পরে রয়েছেন অভিনেত্রী। যা সবাইকে চমকে দিয়েছে।
সম্প্রতি জয়পুরের ঘুরতে গিয়েছেন এশা। সেখানে রামগড় লজেই অর্ধনগ্ন হয়ে এই ছবি পোস্ট করেছেন 'জন্নত ২'র নায়িকা। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজের টোনড বডি তুলে ধরেন এশা।
টপলেস ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- 'আজ ভালোবাসুন, আগামিকালও ভালোবাসুন'। এশার এই টপলেস ছবি বিদ্যুত গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রায় সাত লক্ষ লাইক পড়েছে এই ছবিতে। নেটিজেনরা ছাড়াও অনেক বলিউড সেলেবও তাঁর ইন্সটাগ্রামের ছবিতে কমেন্ট করেছেন।
- More Stories On :
- Esha Gupta
- Actress
- Bold Look