২৫ ডিসেম্বর মানেই আমাদের সকলের কাছে আনন্দের দিন। এই দিনটি বড়দিন অর্থাৎ ক্রিস্টমাস। আর এই বিশেষ দিনে এক বিশেষ মানুষের জন্মদিন। তিনি হলেন টলিউড সুপারস্টার দেব। দেবের অগুনিত ভক্ত এই বিশেষ দিনটা অন্যভাবে উদযাপন করবেন। দেবের কাছেও তাই দিনটা আরও স্পেশাল।
এই বছর কী করবেন ‘দেব’? ২৪ ডিসেম্বর, জন্মদিনের আগের দিন মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘টনিক’। ইচ্ছেপূরণের গল্প বলবে তাঁর এই ছবি। 'টনিক' নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
তবে তার বাইরেও দেব আসবেন অভিষিক্তার কাছে 'দেব অ্যান্ড টি' তে। দেব ও রুক্মিনী মৈত্রর পার্সোনাল ফটোগ্রাফার অর্ণব গুহ দেবের নামে অভিষিক্তার কাছেই একটি চায়ের স্টল খুলেছেন। যেখানে নর্মাল চা থেকে শুরু করে তন্দুরী চা, মালাই চা, পাগলু চা সহ আরও অনেক আইটেম রয়েছে।
অর্ণব এক সংবাদমাধ্যম কে জানিয়েছেন রুবির মোড়ের কাছে ‘দেব অ্যান্ড টি’ স্টলে রেডিয়ো সঞ্চালক নীলায়ন একটি গান বেঁধেছেন দেবকে নিয়ে। নিজের কথা, সুরের সেই গানটির ভিডিয়ো করে টিমের পক্ষ থেকে নায়ককে উপহার দেওয়া হবে। আশিতে আসিয়া ভেল্কি পরাণের! ঠান্ডা, বৃষ্টিকে পরোয়া না করে শ্যুট, প্রশংসায় দেব আর থাকবে চকোলেট কেক। কেকের বুকে দেবের ছবি।
২৫ ডিসেম্বর বিকেলে রুক্মিণীকে নিয়ে অভিনেতা আসবেন। কেক কেটে উল্লাসে মাতবেন সবার সঙ্গে।‘দেব অ্যান্ড টি’ স্টলেও এই বিশেষ দিন থাকছে বড় চমক। অর্ণবের কথায়, ‘‘দেবদার বড় ছবি আনিয়েছি। সেই দিয়ে সাজানো হবে দোকান। এ দিন ক্রেতারা প্রতি দিনের রকমারি চায়ের সঙ্গে পাবেন ‘রংবাজ কফি’, ‘পাগলু চা’।’’