মা ও তার সন্তানের ভালোবাসার টানাপোড়নের গল্প বলতে আসছে "চরকি"।" হাওয়া বয় চরকির পাখায়,হাওয়া বয় জীবন শাখায়। "জীবনের গল্প তুলে ধরা হবে চরকি"-র মাধ্যমে।
স্বভূমী এন্টারটেনমেন্টের ব্যানারে ডঃ প্রবীর ভৌমিকের প্রযোজনায় তুহিন সিনহার পরিচালনায় তৈরি হয়েছে "চরকি" ওয়েব সিরিজটি। হাসির রাজা খরাজ মুখার্জীকে এখানে এক অন্য রকম চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। রিমির চরিত্রে অভিনয় করছেন শ্রেয়াসা ঘোষ,অনন্তর চরিত্রে অভিনয় করছেন ডঃ প্রবীর ভৌমিক ও "চরকি" চরিত্রে অভিনয় করেছে দেবকন্যা হাজরা।
এছাড়াও তপন রায়,কাজু হালদার,বনশ্রী রায়,অনুসূয়া পাত্র,ইতি দাস,শতাব্দী দাস,অরিত্র আরও অনেকে এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন। চিত্রগ্রহণ করেছেন পার্থ রক্ষিত। "চরকি" ওয়েব সিরিজটি শীঘ্রই মুক্তি পাবে এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে।
আরও পড়ুনঃ ‘বাবা বেবি ও..’র ৫০ দিন উদযাপন
- More Stories On :
- Chorki
- Web Series
- Tollywood
- Kharaj Mukherjee