রাজ এবং ডিকে পরিচালিত ওয়েব সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান ২' এর জন্যে মেলবোর্ন ফিল্ম ফেস্টিভালে সেরা অভিনেতার খেলাব পেলেন মনোজ বাজপেয়ী ও সামান্থা আক্কিনেনি। এই ওয়েব সিরিজের হাত ধরে দক্ষিনী অভিনেত্রী সামান্থা নিজের বলিউড যাত্রা শুরু করেছিলেন। প্রথম বলিউডের অভিনয়ে ছয় হাঁকালেন অভিনেত্রী।
মনোজ বাজপেয়ী 'দ্য ফ্যামিলি ম্যান ২' নিয়ে সোশ্যাল মিডিয়াতে লিখেছেন,'কংগ্র্যাচুলেশন স্যাম।' সামান্থা উত্তরে লিখেছেন,'থ্যাঙ্কু স্যার। বিগ কংগ্র্যাচুলেশন টু ইউ এস ওয়েল।' এই ফিল্ম ফেস্টিভ্যালে মনোজ বাজপেয়ীর দ্বিতীয় অ্যাওয়ার্ড। প্রথম অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন ২০১৮ সালে গালি গুলেইয়ার জন্য।
আরও পড়ুনঃ শচীন, দ্রাবিড়ের সঙ্গে এক আসনে বিরাট কোহলি? আবেগে মুগ্ধ পিটারসেন
এই ওয়েবে অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন প্রিয়ামানি, শ্রেয়া ধাওয়ানাতারি প্রমুখ। 'দ্য ফ্যামিলি ম্যান' বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এবার তারা জিতে নিল একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। শেরনির জন্য মহিলাদের বিভাগে সেরা পুরস্কার জেতেন বিদ্যা বালান।
এই ফিল্ম ফেস্টিভ্যালে পঙ্কজ ত্রিপাঠী ডাইভ্যারসিটি অ্যাওয়ার্ড পেয়েছেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অনুরাগ কাশ্যপ। এখানে জুরি হিসাবে উপস্থিত ছিলেন সুজিত সরকার, রিচা চাড্ডা, ওনির সহ আরও অনেকে।
- More Stories On :
- IFFM 2021
- Award
- Manoj Bajpayee