শিল্পাঙ্গন আর্ট স্কুলের পক্ষ থেকে ত্রিশক্তি সংঘ ক্লাবে আর্ট এক্সিবিশনের আয়োজন করা হয় পিকনিক গার্ডেনসের ত্রিশক্তি সমাজ কল্যাণ পরিষদে। বিগত ৭ বছর ধরে এখানেই এই আর্ট স্কুলের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে। ২০০ জন ছাত্রছাত্রীদের আঁকা প্রদর্শিত হয় এবারের আর্ট এক্সিবিশিনে।এর মধ্যে ছিল পাঞ্জাবি ও জামার ওপর শিল্পকলা, ক্রিয়েটিভ ছবি, মর্দান আর্ট, ছাতার ওপর বিভিন্ন শিল্পকলা ইত্যাদি। প্রত্যেকটা আঁকার মধ্যেই ছিল অভিনবত্বের ছাপ।
আর্ট এক্সিবিশিনের উদ্বোধন করেন বাচিকশিল্পী ও শিক্ষাবিদ ডক্টর চান্দ্রেয়ী দত্ত গুহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি ইন্দ্রজিৎ আইচ, সিএবির সিনিয়র আম্পায়ার সুবীর বন্দ্যোপাধ্যায়, কবি ও সমাজসেবক সুদীপ্ত মণ্ডল, সোমনাথ ভদ্র প্রমুখ। কোভিড পরিস্থিতির মধ্যে উপযুক্ত সাবধানতা অবলম্বন করেই ২০২২ এর আর্ট এক্সিবিশিনের আয়োজন করে তারা। উপস্থিত শিল্পীরা এখানকার ছাত্র-ছাত্রীদের আঁকার প্রশংসা না করে থাকতে পারেন্নি।সবাইকে মেডেল পরিয়ে সম্মাননা জানান তারা।
শিল্পাঙ্গন আর্ট স্কুলের আর্ট এক্সিবিশন
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে শিল্পাঙ্গন আর্ট স্কুলের পথচলা শুরু হয়। সারা কলকাতায় এদের ৮০টি শাখা রয়েছে। বিগত ১৫ বছর ধরে তারা এই আর্ট এক্সিবিশনের আয়োজন করছে। এছাড়া কয়েকমাস আগে গ্যালারি গোল্ডে তাদের একটি চিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছিল।
আরও পড়ুনঃ যাওয়ার আগে বঙ্গে হালকা শীতের ছোবল, ফের ঝঞ্ঝার ভ্রুকুটিতে শীত বিদায়ের বার্তা?
আরও পড়ুনঃ "ইয়ে মেরে বতন কে লোগো..." শুনে চোখে জল এসেছিল নেহেরুর
- More Stories On :
- Art
- Art Exhibition
- Painting