পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা আদিত্য শীল এবং অভিনেত্রী অনুষ্কা রঞ্জন। প্রায় তিন বছর প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসলেন তাঁরা। মুম্বইয়ে বসেছিল এই বিয়ের আসর। বিয়েতে বেগুনি রঙের লেহেঙ্গায় নজর কাড়েন অনুষ্কা। অদিত্য পরেছিলেন হালকা হলুদ রঙের ডিজাইনার পঞ্জাবি, সঙ্গে গলায় সাদা ওড়না ও মাথায় পাগড়ি পরেছিলেন। বিয়ের অনুষ্ঠানে আবেগপ্রবণ অনুষ্কা, ধরে রাখতে পারেননি চোখের জল। তাঁর চোখের জল মুখে দিলেন নতুন বর অদিত্য। দেখুন তরকা দম্পতির বিয়ের অন্দরের ছবি।
বিয়ের আসরে আদিত্য শীল কে অনুষ্কা বলেন, ‘আমার হাসির কারণ তুমি। প্রতিদিন আমার দুঃখ দূর করে দেওয়ার জন্য এবং আমাকে পৃথিবীতে চলার জন্য সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি বলে মনে করার জন্য তোমাকে ধন্যবাদ। এখন আসো আমরা সুখের সাথে জীবনযাপন করি। তুমি আমার আশা আমি তোমার ভালোবাসা’।
তরকা দম্পতির বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। আলিয়া ভাট থেকে বাণী কাপুর, ভূমি পেদনেকর, ক্রিস্টেল ডিসুজা সুজান খান সকলে তাঁর বিয়েতে হাজির ছিলেন।
- More Stories On :
- Anushka Ranjan
- Aditya Seal
- Actress