কয়েকমাস আগেই ‘খুকুমণি হোম ডেলিভারি’ বাংলায় বেশ জনপ্রিয় হয়। কয়েক সপ্তাহ পরপর টিআরপির তালিকায় শীর্ষে ছিল। যদিও অজ্ঞাত কারণে হঠাৎই ৫ মাসেই বন্ধ হয়েছে এই শো। তবে খুকুমণির জনপ্রিয়তা এতটাই ঝড় তুলেছিল যে এই শো হিন্দিতে তৈরি হচ্ছে জাতীয় স্তরের দর্শকদের জন্য, নাম ‘বান্নি চাও হোম ডেলিভারি’ নামে একটি মেগার কথাও চলে আসে।
শশী-সুমিত মিত্তল প্রোডাকশনের স্টার প্লাসের এই শো-র সঙ্গে ছোট পর্দায় জার্নি শুরু করছেন আমির খানের বোন নিখাত খান। এই সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয় করছেন উল্কা গুপ্তা, নায়কের চরিত্রে থাকছেন প্রবিষ্ট মিশ্রা। এছাড়াও নিখাত এবং রাজেন্দ্র চলকে দেখা যাবে উল্লেখযোগ্য চরিত্রে।
নতুন জার্নি নিয়ে নিখাত জানিয়েছেন, ‘আমি দারুণ এক্সাইটেড এই সফর নিয়ে। স্টার প্লাস আমাদের দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল। আমার কাছে এটা একটা গর্বের ব্যাপার, আশা করছি দর্শকদের হৃদয় ছুঁতে সফল হব।’
টেলিভিশনে এটা তাঁর প্রথম কাজ হলেও বড়পর্দায় এর আগে অনেক কাজ করেছেন নিখাদ। এর আগে ‘মিশন মঙ্গল’, ‘তানাজি’, ‘সান্ড কি আঁখ'-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
পরিচালক-প্রযোজক তাহির হুসেনের বড় মেয়ে নিখাত। তাঁর দুই ভাই আমির, ফয়জল এবং বোন ফারহাত। নব্বইয়ের দশকে একাধিক বলিউড ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন নিখাত। আমির খানের লাগান ছবির সহ-প্রযোজক ছিলেন তিনি। বাড়ি বাড়ি বান্নির খাবার পৌঁছে দেওয়ার গল্প বাঙালি দর্শকরা আগেই পছন্দ করেছেন। এখন হিন্দিতে দর্শকরা কতটা পছন্দ করেন সেটাই দেখার। ৩০শে মে থেকে রাত ৯টায় সম্প্রচারিত হবে এই শো।
আরও পড়ুনঃ কেজিএফ ৩ এ কি হৃতিক রোশন ?
- More Stories On :
- Amir Khan
- Nikhat Khan
- Journey