যশ অভিনীত 'কেজিএফ চ্যাপ্টার ২' সাফল্যের দিক থেকে ভালো ব্যবসা করেছে। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। বিপুল পরিমাণ আয় করেছে। ৪৬ দিনে ১২৩০ কোটি টাকা আয় করেছে ছবিটি। দর্শকরা এখন ‘চ্যাপ্টার ৩' এর জন্য অপেক্ষা করে আছেন।
খবর পাওয়া গেছে ‘চ্যাপ্টার ৩’ এর বড় মুখ হতে পারেন হৃতিক রোশন। এই ছবির জন্য হৃতিকের সঙ্গে যোগাযোগও করেন কেজিএফ'-এর প্রোডাকশন হাউস হোমবেল ফিল্মস-এর সহ-প্রতিষ্ঠাতা বিজয়। এশিয়ানেট নিউজএবলের সঙ্গে একটি কথোপকথনে হৃতিক রোশনের কাস্টিং সম্পর্কে বলেছেন, "কেজিএফ ৩ এই বছর আসছে না। আমাদের কিছু পরিকল্পনা আছে। প্রশান্ত নীল এই মুহুর্তে সালারের জন্য ব্যস্ত, যশও তার পরবর্তী চলচ্চিত্র ঘোষণা করতে চলেছেন। আমরা সবাই একসঙ্গে কেজিএফ ৩ তে কাজ করার জন্য অপেক্ষা করছি। এখন পর্যন্ত, আমাদের কোনও নির্দিষ্ট তারিখ নেই। যদি কিছু আপডেট থাকে তৃতীয় পর্ব শুরু হলে বলা হবে।"
বিজয় আরও বলেছেন, "যখন আমরা তারিখ চূড়ান্ত করব, তখন আমরা স্টার কাস্ট নিয়েও ভাবব। তবেই আমরা বাকি কাস্টগুলি চূড়ান্ত করব। এর সঙ্গে, এটিও দেখা উচিত যে কার কাছে ছবির জন্য সময় আছে। সবকিছু নির্ভর করে কাজ শুরু করার সময়।"
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চুক্তি বিশ বাঁও জলে
- More Stories On :
- Kgf2
- Vijay
- Hrithik Roshan