দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় নাম অল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে অভিনয় করার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে সেই নিয়ে কোনও সন্দেহ নেই। ৩০ দিনের ছবিটির ৩০০ কোটি টাকার ব্যবসা যার প্রমাণ। সেই অল্লু অর্জুনের সম্পত্তির পরিমাণ শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন।
অল্লু অর্জুন একটি বাংলোতে থাকেন যার নাম দিয়েছেন ‘ব্লেসিং’ অর্থাৎ আশীর্বাদ। আর এই বাংলোর মূল্য ১০০ কোটি টাকা। যেখানে অল্লু অর্জুন, তাঁর স্ত্রী এবং দুই সন্তান থাকেন। এখানেই শেষ নয়। তাঁর নিজের একটি ভ্যানিটি ভ্যান রয়েছে। যার মূল্য ৭ কোটি। ব্যক্তিগত বিমানও রয়েছে এই তারকা অভিনেতার। সেই বিমানে করে দেশ থেকে বিদেশ সর্বত্র তাঁর যাতায়াত হয়।
ভারতের অন্যতম দামি গাড়িও অল্লু অর্জুনের। যার দাম, ১.২ কোটি টাকা। সেই গাড়ির রং সাদা। তা ছাড়া আর একটি কালো গাড়িও রয়েছে তাঁর কাছেই। যার দাম ১.৭৪ কোটি থেকে ৩.৮৮ কোটির মধ্যে। এত বড় সম্পত্তি দেখে অনেকেরই অবাক হয়ে যাওয়ার কথা।
আরও পড়ুনঃ জানেন অল্লু অর্জুনের সম্পত্তির পরিমাণ? চমকে উঠবেন আপনি
আরও পড়ুনঃ 'বঙ্গবালা' শাঁওলি-র প্রয়াণে বাংলার নাট্য জগৎ আনাথ
- More Stories On :
- Allu Arjun
- Property