বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী। বর্তমানে ‘উমা’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। তবে খুব তাড়াতাড়ি তাঁর জীবনে নতুন মোড় আসতে চলেছে। টলিউড ছেড়ে বলিউডে পা রাখবেন তিনি। সেটাও আবার হিন্দি সিরিয়ালের কাজ।
সুদীপ্তা মুম্বই এর জার্নি নিয়ে জানালেন, “এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এত বছর টেলিভিশন কলকাতায়। ১২ বছর। একটা যুগ কলকাতায়। অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। ওখানেও আমি টেলিভিশন করছি। সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা। সেটা যখন টেলিকাস্টে আসবে তখন দর্শকরা দেখলেই বুঝতে পারবে। ওখানে কাজটাই অন্য ধরণের, অন্যরকমের হয়। শহর ছেড়ে যাওয়াটা খুব কঠিন, কষ্টকর। আর বাবা-মা কে ছেড়ে যাওয়াটা আরও বেশি কঠিন। দেখা যাক।” কলকাতায় কি সুদীপ্তা আর কাজ করবে না? উত্তরে জানালেন, “আমার একটা কন্ট্র্যাক্ট আছে ওদের হাউসের সঙ্গে। ওদের দুটো প্রোজেক্টের সঙ্গে কন্ট্র্যাক্ট আছে। এটা দুটো বছরের জন্য। তবে আমি কলকাতায় আসা-যাওয়া করবো। প্রত্যেক মান্থে আসতে পারবো। এটার জন্যই মুম্বই যাওয়া। তবে কলকাতা তো আমার কাজের জায়গা। আমার ভীষণ প্রিয় জায়গা।”
আরও পড়ুনঃ ১১ মার্চ মুক্তি পাচ্ছে রোহন সেনের "অপরাজিতা"
আরও পড়ুনঃ জনগনকে চোর চেনাতে কোমরে দড়ি পরিয়ে চোরেদের নিয়ে রোড মার্চ করলো পুলিশ
- More Stories On :
- Sudipta Banerjee
- Actress
- Bollywood