অভিনেত্রী জুঁই সরকার এর বোন। সে নিজেও একজন অভিনেত্রী। ইতিমধ্যে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছে। দর্শকদের ভালোবাসা পেয়েছে প্রত্যেকটা চরিত্র। অভিনেত্রী পায়েল সরকার
'আশালতা' তে প্রিয়াঙ্কার চরিত্রে, 'নজরে' পায়েলের চরিত্রে, 'কনে বৌ' তে বিজলীর চরিত্রে, 'কেশবে' মিষ্টির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।
বর্তমানে 'যমুনা ঢাকী' তে শ্রী'র চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। পায়েল সরকার 'জনতার কথা' কে জানিয়েছেন ২০২১ তার মোটামুটি ভালোই কেটেছে। যমুনার ঢাকী তে তার চরিত্র দর্শকরা যেভাবে আপন করে নিয়েছে সেটা তাকে মুগ্ধ করেছে। তবে ২০২২টা আরও ভালো করে কাজ করতে চান তিনি। 'যমুনার ঢাকী' তো চলছেই। এর পাশাপাশি নতুন কাজের খবর ও আছে। তবে সেই বিষয়ে এখনও কিছু বলতে চান না তিনি। 'জনতার কথা'-র দর্শকদের জানিয়েছেন সঠিক সময়ে নতুন কাজের খবর দেবেন। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
- More Stories On :
- Payel Sarkar
- Actress
- Bengali