টলিউডে এখন মডেল ও অভিনেত্রী পায়েল দেবনাথ অভিনয় দক্ষতায় তার পরিচিতি তৈরি করছেন। মডেল হিসাবে অ্যাওয়ার্ড জেতার পর এবার অভিনেত্রী হিসাবে ভালো ভালো কাজ করছেন। স্কুল ও কলেজে নাটক করতে করতেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় তার।
অভিনেত্রী জানিয়েছেন ২০১৯ থেকে তিনি অভিনয় করছেন। তার আগে মডেলিং করতেন। বর্তমানে 'চিরদিনি আমি তোমার' ও এমএক্স প্লেয়ারে স্বল্পদৈর্ঘ্যের ওয়েব সিরিজ 'হেডফোন' এর শুটিং শেষ হল। এখন 'লাভ টু লাভ' ও 'ব্যাড লাক'-এর শুটিং চলছে।
আগামী দিনে নতুন কিছু প্রোজেক্টের কথা চলছে। ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কে। তবে সেই নিয়ে এখনই কিছু বলতে চান না তিনি। পায়েল দেবনাথ এর জন্য 'জনতার কথা'-র পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা।
আরও পড়ুনঃ হাস্যরসের ছবি টাকার রং কালো'
- More Stories On :
- Payel Debnath
- Actress
- Journey