করোনা আক্রান্ত অভিনেত্রী লারা দত্ত। সুরক্ষার জন্য ইতিমধ্যেই তাঁর বাড়ি সিল করেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)।
লারা তাঁর কোভিড আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আনেননি। সোশ্যাল মিডিয়াতেও কোথাও খবরটি জানাননি তিনি। এক পাপারাৎজো লারার বাড়ির সামনের ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করার পরে পুরো বিষয়টি সামনে আসে। বিএমসি অভিনেত্রীর সামনের বাড়ির এলাকাটিকে ‘মাইক্রো কন্টেনমেন্ট জোন’বলে ঘোষণা করেছে। লারার ঘনিষ্ঠ সূত্রে খবর, পরিবারের কোনও সদস্যের থেকেই করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী।
লারার অভিনীত শেষ প্রোজেক্ট রঞ্জিত তিওয়ারির ‘বেল বটম’। ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। এর পাশাপাশি এ ছাড়াও ‘হিকাপস অ্যান্ড হুকআপস’, ‘কৌন বনেগি শিখরওয়াতি’ ওয়েব সিরিজে দেখা গেছে তাকে।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত অভিনেত্রী লারা দত্ত
আরও পড়ুনঃ ক্লিকে মুক্তি পেল রাজা চন্দের প্রথম ওয়েব সিরিজ
- More Stories On :
- Lara Dutta
- Actress
- Covid Positive