আগামীকাল ফের তৃতীয় দফার ডায়ালিসিস হতে পারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। শুক্রবার বেলা তিনটের মেডিক্যাল বুলেটিনে বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে এমনটাই জানালেন চিকিৎসক অরিন্দম কর। তিনি এদিন জানান , গত দু’দফা ডায়ালিসিসের তাঁর শারীরিক পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে , তা খতিয়ে দেখার পরেই তৃতীয় দফার ডায়ালিসিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন ঃ মাস্ক পরেই মা লক্ষ্মীকে সাজালেন অপরাজিতা আঢ্য
তিনি এদিন আরও জানান , গত ২৪ ঘণ্টায় সৌমিত্রবাবুর ইউরিন আউটপুটের উন্নতি হয়েছে। প্রায় ১.৫ লিটার। ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণও কমেছে। আগের থেকে অনেক স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়। এদিন সকালে তিনি চোখও খুলেছেন। তবে আচ্ছন্নভাব এখনও রয়েছে। শরীরে আরও নতুন জটিলতা তৈরি হয়নি। রক্তক্ষরণও হয়নি। রক্তের অ্যাসিডোসিস পার্টও চিহ্নিত করা গিয়েছে। অক্সিজেন স্যাচুরেশন ৪০ শতাংশের নিচে নেমে গিয়েছে। হিমোগ্লোবিনের পরিমাণ আগের থেকে ভাল হয়েছে। তবে এখনও কিছুটা কম. তাই রক্ত দিতে হয়েছে। তবে বর্ষীয়ান অভিনেতার প্লেটলেট কাউন্ট ঠিক আছে।
- More Stories On :
- Soumitra Chatterjee
- সৌমিত্র চট্টোপাধ্যায়
- Actor
- অভিনেতা
- Physical condition
- শারীরিক অবস্থা
- belview
- বেলভিউ