রঙ টার্ন মোশন পিকচারস প্রোডাকশন হাউসের ব্যানারে মুক্তি পেল ‘চাঁদ সোহাগি মন’ গানটি। সল্টলেকের বিদ্যুৎ ভবন অডিটোরিয়ামে মিউজিক্যাল কনসার্ট করে ‘চাঁদ সোহাগি মন’ গানটি মুক্তি পেল।
এই মিউজিক ভিডিওর পরিচালনার পাশাপাশি ক্যামেরার দায়িত্ব সামলেছেন তুহিন সাহা। গানটির গীতিকার ও সুরকার সোমেশ্বর চন্দ্র। সঙ্গীত পরিচালক ইশানু চক্রবর্তী। গানটি গেয়েছেন মনশ্বিতা ঠাকুর। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ঋষভ চক্রবর্তী, চিত্রাঙ্গদা সমাজদার, সুমনা মুখোপাধ্যায়, নীলাঞ্জনা দত্ত, ভাস্বর চন্দ্র প্রমুখ।
‘চাঁদ সোহাগি মন’ প্রসঙ্গে ঋষভ চক্রবর্তী জানালেন, ‘রঙ টার্ন এর প্রথম মিউজিক ভিডিও ‘চাঁদ সোহাগি মন’। গানটা অপূর্ব সুন্দর। আমার খুব ভালো লেগেছে কাজটা করে। সকলের কাছ থেকেই ভালো রেসপন্স পাচ্ছি।’ ঋশভ আরও জানালেন, ‘আমার কো-আরটিস্ট ছিল চিত্রাঙ্গদা। ওর সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করলাম। বেশ ভালো লাগলো।’
এদিন ‘চাঁদ সোহাগি মন’ মুক্তির পাশাপাশি গানের আয়োজনও ছিল। গানের মধ্যে ছিল পুরাতন ও নতুনের মেলবন্ধন। সুরেলা কন্ঠের জাদুতে সকলের মন জয় করলেন রিষভ।
আরও পড়ুনঃ মাতৃত্বের স্বাদ পাচ্ছেন অভিনেত্রী বাসবদত্তা
আরও পড়ুনঃ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ফরাসি শিল্পীর সঙ্গে হাত মেলালেন কলকাতার সৌমিতা
- More Stories On :
- Chad Sohagi Mon
- Music Video